তালতলী (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার তালতলীতে প্রশাসন কর্তৃক বিনা নোটিশে ছোটবগী বাজারের শত বছরের ১৪৭ ব্যবসা প্রতিষ্ঠান গুড়িয়ে দেয়ার প্রতিবাদে শুক্রবার ব্যবসায়ীরা বাজারে ধর্মঘট পালন করেছে। সাপ্তাহিক বাজার, যোগাযোগ, ও খেয়া বন্ধ রেখে জুমার নামাজবাদ বাজারের বড় রাস্তার উপরে প্রতিবাদ সভা শেষে এক বিক্ষোভ মিছিল বের করে।
ব্যবসায়ী নেতা ও ছোটবগী ইউনিয়ন আওযামীলীগের সাধারণ সম্পাদক মজিবার রহমান বিশ্বাসের সভাপতিত্বে প্রতিবাদ সভায় কান্না জড়িত কন্ঠে বক্তব্য রাখেন, দেলোয়ার হোসেন সিকদার, বশির হোসেন মাস্টার, আলতাফ পেয়াদা, জেন্নাত আলী সিকদার, সুলতান বয়াতি, বসির কাজী, রুহুল আমিন, দুলাল সিকদার, নাসির তালুকদার ও চা বিক্রেতা বিধবা রোকেয়া বেগম।
বরগুনা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী (এসও) মোঃ হিমেল বলেন, পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহনকৃত জমিতে অবৈধ ঘর উচ্ছেদে মাইকিং করা হয়েছে। তারপরও ঘর ভেঙ্গে নেয়নি। তাই প্রশাসন অবৈধঘর ভেঙ্গে দিয়েছেন।
বরগুনা জেলা প্রশাসন কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার (ভুমি অধিগ্রহন শাখা) মোঃ মনিরুজ্জামান বলেন, পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহনকৃত জমির অবৈধঘর উচ্ছেদ করা হয়েছে।
মন্তব্য