সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন পূর্ব গোপালনগর এলাকায় গত ১২ অক্টোবর ২০১৭ তারিখ ০৪ বছরের শিশু রাফা অপহরণের ঘটনা ঘটে। উক্ত ঘটনায় ভিকটিমের পিতা- মোঃ আমান উল্লাহ বাদী হয়ে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন যার মামলা নং-৪৫, তারিখ-১৩/১০/২০১৭ ইং। পরবর্তীতে বিজ্ঞ আদালতে আসামী মোঃ রাসেল (৩০) এর বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হলে বিজ্ঞ আদালত তাকে যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত করে এবং এর পর থেকে সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতারের জন্য র্যাব-১১ এর একটি গোয়েন্দা দল ছায়া তদন্ত শুরু করে।
এরই ধারাবাহিকতায় ০৫ জানুয়ারি ২০২৩ তারিখ র্যাব-১১, সিপিসি-১ এর আভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী “ মোঃ রাসেল (৩০)” পিতা- আয়নাল হক, সাং- নলচর, থানা- কোতয়ালী, জেলা- বরিশাল, এ/পি- সাং- পূর্ব গোলাপনগর (হাজী লালচাঁন এর বাড়ীর ভাড়াটিয়া), থানা-ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ’কে ঢাকা জেলার রামপুরা থানাধীন রিয়াজবাগ এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয়।
প্রাথমিক অনুসন্ধান ও এজাহার সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামী ভিকটিমের বাড়ীতে প্রায় দুই বছর ধরে পরিবারসহ ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিল। তাই সে ও তার পরিবার ভিকটিমের পরিবারের সাথে সুসম্পর্ক স্থাপন ও ভিকটিমকে আদরের মাধ্যমে সকলের বিশ্বস্থতা অর্জনের চেষ্টা করে এবং অপহরণ করার সুযোগের অপেক্ষা করতে থাকে। এই বিশ্বস্থতার সূত্র ধরে গত ১২ অক্টোবর ২০১৭ তারিখ গ্রেফতারকৃত আসামী মোঃ রাসেল ভিকটিমকে মজা কিনে দেওয়ার কথা বলে দোকানে নিয়ে যায়। পরবর্তীতে আসামী এবং
ভিকটিম বাড়ীতে ফিরে না আসলে ভিকটিমের পরিবার তাদের বিভিন্ন স্থানে খোঁজাখুজি করতে থাকেন। একপর্যায়ে ভিকটিমের পরিবার আসামীকে খুঁজে পেয়ে ভিকটিম রাফা কোথায় আছে জিজ্ঞাসা করলে সে বলে ভিকটিমকে ফিরে পেতে হলে ৩ লক্ষ টাকা মুক্তিপন দিতে হবে। মুক্তিপন না দিলে ভিকটিমকে প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করে। ভিকটিমের পরিবার কৌশল অবলম্বন করে থানা পুলিশের সহযোগীতায় ভিকটিমকে উদ্ধার করে পরবর্তীতে আদালতে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তার অপরাধ প্রমাণিত হয় এবং বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, নারায়ণগঞ্জ আদালত তাকে ০২/০১/২০২৩ তারিখ যাবজ্জীবন কারাদন্ডের আদেশ প্রদান করেন। গ্রেফতারকৃত আসামীকে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় হন্তান্তর করা হয়েছে।
মন্তব্য