শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪
 

বুটেক্সে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মাহবুবুর রহমান জিসান
প্রকাশ: ৭ জানুয়ারী ২০২৩

---

বুটেক্স প্রতিনিধিঃমোঃ ফজলুল করিম ফাহিম
নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়(বুটেক্স) শাখা ছাত্রলীগ। আনন্দ র‍্যালী, ধানমন্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও কেক কেটে দিবসটি পালন করছেন বিশ্ববিদ্যালয়ের নেতা-কর্মীরা।

গতকাল বুধবার (৪ জানুয়ারি) বুটেক্স শাখা ছাত্রলীগ সভাপতি তরিকুল ইসলাম টিপু এবং সাধারণ সম্পাদক আবদুল্লাহ জয়ের উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে গেলো মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘ডিজিটাল বাংলাদেশ দৃশ্যমান, লক্ষ্য এবার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বছরব্যাপী কর্মপরিকল্পনা ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ।

উল্লেখ্য, বাংলা, বাঙালির স্বাধিকার অর্জনের লক্ষ্যে ১৯৪৮ সালের ৪ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংগঠনটি প্রতিষ্ঠা করেন। তাঁর নেতৃত্বেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে আনুষ্ঠানিকভাবে এর যাত্রা শুরু হয়।

শিক্ষা-শান্তি-প্রগতির স্লোগানকে ধারণ করে প্রতিষ্ঠালগ্ন থেকেই ভাষার অধিকার, শিক্ষার অধিকার, বাঙালির স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা, দুঃশাসনের বিরুদ্ধে গণঅভ্যুত্থান, সর্বোপরি স্বাধীনতা ও স্বাধিকার আন্দোলনের ছয় দশকের সবচেয়ে সফল সাহসী সারথি বাংলাদেশ ছাত্রলীগ।

মন্তব্য

পঠিতসর্বশেষ

এলাকার খবর

Developed By: Dotsilicon