আবু ইসহাক অনিক : সামাজিক সংগঠন ৭১’র চেতনা, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) শাখার তৃতীয় কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী মাসুদ রানাকে সভাপতি এবং নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সামিউল ইসলামকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়।
রবিবার (৮ জানুয়ারি ২০২৩) ৭১’র চেতনা, কেন্দ্রীয় কমিটির সভাপতি ড. বাহাউদ্দিন গোলাপ ও সাধারণ সম্পাদক শবনম জেবীন ৭১’র চেতনা, জাককানইবি শাখা কমিটির অনুমোদন দেন।
কমিটির অন্যান্যরা হলেন- সহসভাপতি জনি হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবু খালিদ, সাংগঠনিক সম্পাদক এরশাদ আবির, দপ্তর সম্পাদক মোঃ মনিমুল হক রাকিব, অর্থ সম্পাদক মিশরুন ফারিহা, প্রচার ও জনসংযোগ সম্পাদক তাসনিম আরা, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক জাকিয়া আক্তার মীম, সমাজকল্যাণ সম্পাদক রনি কর্মকার, শিক্ষা বিষয়ক সম্পাদক সুবর্না আক্তার।
এছাড়াও কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন আসাদুজ্জামান চঞ্চল, মোঃ সাকিব হাসান, রাকিব আহমেদ রাজু ও রনজিত কুমার।
সদ্য বিদায়ী সভাপতি রুমন হাসান ও সাধারণ সম্পাদক মোঃ জিয়াউল হক জিয়া বলেন, নতুন নেতৃত্ব মহান মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে সর্বদা সচেষ্ট থাকবে এবং সংগঠনের কার্যক্রম গতিশীল ও বেগবান করে সামনের দিকে এগিয়ে নিবে সেই আশাবাদ ব্যক্ত করছি।
সদ্য অনুমোদিত কমিটির সভাপতি মাসুদ রানা ও সাধারণ সম্পাদক সামিউল ইসলাম আনন্দিত হয়ে বলেন, ৭১’র চেতনা, জাককানইবি শাখার নেতৃত্বে আসতে পেরে নিজেদের সৌভাগ্যবান মনে করছি। জাককানইবিস্থ কমিটির সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আগামীর দিনগুলোতে সংগঠনের কার্যক্রমকে সফল করতে আমরা সম্মিলিতভাবে কাজ করে যাব। এজন্য সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করছি।
মন্তব্য