শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
 

ট্রাফিক পুলিশের উপহার পেয়ে আনন্দে আত্মহারা রিক্সা চালক

কণ্ঠস্বর ডেস্ক, ঢাকা
প্রকাশ: ৮ জানুয়ারী ২০২৩

---

ইমরান হোসেন তালহা, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি।




পায়ে জুতো নেই। পড়নে লুঙ্গিটিও ছেড়া। যেখানে তীব্র শীতে সবাই জবুথবু। সেখানে এক বৃদ্ধ রিকশা চালকের এমন অবস্থা দেখতে পেয়ে সহানুভূতি দেখালো নারায়ণগঞ্জ ট্রাফিকে কর্মরত পুলিশ সদস্য। রবিবার ( ৮ জানুয়ারী ) দুপুরে নগরীর ২নং রেল গেইট এলাকায় এমনই চিত্র নজর কেড়েছে অনেকের।


প্রতক্ষদর্শীদের কাছে জানা গেছে, একপাশে সিগন্যালের যানজট থাকায় উল্টো পথে আসছিল বৃদ্ধ রিকশা চালক। ওই মুহূর্তেই পথরোধ করে দাঁড়িয়ে যান ট্রাফিকে কর্মরত পুলিশ শহিদুল ইসলাম। দায়িত্ব অনুযায়ী বৃদ্ধকে জিজ্ঞাসা করেন কেন উল্টো পথে এসে আইন ভঙ্গ করলেন। আর তখনই ভীত হয়ে কাদোঁ সুরে বলেন পায়ে জুতা নাই, লুঙ্গিটাও ছিড়া। শীতে তেমন খেপ (যাত্রী) পাই  না। তাই তাড়াতাড়ি গেলে ওইপাড়ে একটা খেপ নিতে পারতাম। তাই অমান্য করসিলাম। আর ভুল হবে না স্যার। আমারে ছাইড়া দেন। এমনকথা শুনতেই হাসি দিয়ে ট্রাফিক পুলিশ শহিদুল তার জন্য তৎক্ষনাত লুঙ্গি এবং জুতো কিনে দেন। তারপর ট্রাফিক আইন যেন না ভঙ্গ করে সে বিষয়ে সচেতন করেন।


এসময় পথচারী এবং বেশ কয়েকজন তা তাকিয়ে দেখে খুব বাহবা দেন। কেউ কেউ বলতে থাকেন জনগনের পুলিশ এমনই হওয়া উচিৎ। সাধারণ মানুষগুলোর সাথে পুলিশের এমন আচরণ হলে সকলেই মন থেকে চেষ্টা করবে আইন মেনে চলতেদ এবং পুলিশকে শ্রদ্ধা করতে। ওইসময় মানবিক পুলিশ কনস্টেবল শহিদুল ইসলামকেও কয়েকজন ধন্যবাদ জানান।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon