মুবিন বিন সোলাইমান, চট্টগ্রাম : চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলা পোমরা ইউনিয়নের শামসুন নাহার (১৯) নামে ঝুলন্ত গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
গত বৃহস্পতিবার (১২ জানুয়ারি) ২০২৩ইং তারিখে সন্ধ্যায় উপজেলার পোমরা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মাস্টার টিলা এলাকায় এ ঘটনা ঘটে।
২০১৯ সালে উপজেলার পোমরা ইউনিয়নের ২নং ওয়ার্ডের মাইজপাড়ার দু’ছড়ি মুখ গ্রামের আবু তাহেরের মেয়ে শামসুন নাহারের সাথে একই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মাস্টার টিলা গ্রামের বজলুল করিমের ছেলে জালাল উদ্দিন মঞ্জুর (৩০) সঙ্গে বিয়ে হয়। জালাল শামসুন দম্পতির ওরসে তাওবান(৩) বছরের পুত্র সন্তান রয়েছে বলে জানা যায়।
স্থানীয়দের সূত্রে জানা যায়, বিকেলে প্রতিবেশীরা জানতে পারে শামসুন নাহার আত্মহত্যা করেছেন। ঝুলন্ত ওই গৃহবধূর লাশ দেখে পুলিশকে মুঠোফোনে জানালে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে।
এদিকে, গৃহবধূ শামসুন নাহারের পরিবারের লোকজনের দাবি করেছে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তার শাশুড়ি ও দেবর বিয়ের পর থেকে তাকে নির্যাতন করে আসছেন। তাছাড়া পরিবারের দাবি শরীরে আত্মহত্যার কোন আলামত নেই।
এ বিষয়ে জানতে গৃহবধূর স্বামী জালাউদ্দিন মঞ্জু’র মুঠোফোনে অনেকক্ষণ যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মিল্কী বলেন, আমরা ঘটনাস্থলে গিয়েছি। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে জানা যাবে, কী ঘটেছিল। এ বিষয়ে অপমৃত্যু মামলা হচ্ছে।
মন্তব্য