শনিবার, ৩০ নভেম্বর ২০২৪
 

বুটেক্সে ফলাফল বিড়ম্বনা, হাইকোর্টের রুল জারি

মাহবুবুর রহমান জিসান
প্রকাশ: ১৩ জানুয়ারী ২০২৩

---

বুটেক্স প্রতিনিধি: মোঃ ফজলুল করিম ফাহিমঃ

বুটেক্সের ফলাফল বিড়ম্বনার শিকার দুই শিক্ষার্থীকে চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রদানের নির্দেশ দিয়ে এবং
বুটেক্সের লেভেল -৩,টার্ম -১,লেভেল-৪,টার্ম -১ এর সকল ক্লাস, ল্যাব ও সিটি পরীক্ষা দিয়েও কেনো চূড়ান্ত পরীক্ষা দিতে পারবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। এক সপ্তাহের মধ্যে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি,শিক্ষা মন্ত্রণালয় সচিব সহ ছয়জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বুধবার বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মোঃ বশির উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী একরামুল হক। তার সঙ্গে ছিলেন আইনজীবী হুমায়ুন কবির চৌধুরী। পরে আইনজীবী একরামুল হক জানান, বুটেক্সে লেভেল-২,টার্ম-২ ও লেভেল -৩,টার্ম-২ পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথেই লেভেল-৩,টার্ম-১ ও লেভেল -৪,টার্ম-১ এর ক্লাস শুরু হয়। রিটকারী দুইজন শিক্ষার্থী সকল ক্লাস, ল্যাব ও সিটি পরীক্ষায় অংশগ্রহণ করার সাড়ে তিন মাস পর জানতে পারে তারা লেভেল-৩, টার্ম -১, লেভেল-৪,টার্ম -১ এর চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।কারন তারা লেভেল -২,টার্ম -২ ও লেভেল-৩,টার্ম -২ পর্যন্ত পরীক্ষায় চার বিষয়ের বেশি বিষয়ে অকৃতকার্য হয়েছে।রিটকারী একজন শিক্ষার্থী লেভেল-২,টার্ম-২ এর সকল বিষয়ে অত্যন্ত ভাল পরীক্ষা দেওয়ার পরেও রেজাল্টে অনুত্তীর্ণ আসছে দেখে খাতা পুনরায় দেখার আবেদন করে।কিন্তু খাতা পুনরায় দেখার সুযোগ না দিয়ে বরং, খাতা আর দেখার নিয়ম নেই বলে,পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি জানিয়ে দেয়।অথচ বুটেক্সের ভর্তি পরীক্ষার খাতা ভুল দেখার কারনে, একবার রেজাল্ট বাতিল করেছিল বুটেক্স প্রশাসন , পুনরায় খাতা দেখে নতুন রেজাল্ট ঘোষণা করে।কিন্ত সেমিস্টারের খাতা পুনরায় দেখার সূযোগ দেওয়া হয় না। দুইজন শিক্ষার্থী লেবেল-৩,টার্ম -১ ও লেভেল -৪,টার্ম -১ এর সকল ক্লাস,ল্যাব ও সিটি পরীক্ষা দিতে পারা সত্ত্বেও চূড়ান্ত পরীক্ষা দিতে না পারার কারনে যে সময় এর অপচয় হয়েছে তার ক্ষতিপূরন এর ব্যপারেও জানতে চেয়েছে হাইকোর্ট।

এ বিষয়ে জানতে চাইলে প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ রিয়াজুল হক জানান, হাইকোর্টের নির্দেশে ওই দুইজন শিক্ষার্থীকে পরীক্ষার আবেদন ফর্ম পূরণ করতে অনুমতি দেওয়া হয়েছে।

এছাড়া এই ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon