শনিবার, ৩০ নভেম্বর ২০২৪
 

৩ কোটি ২০ লাখ টাকার হিরোইন উদ্ধার গ্রেফতার ১ নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ

মাহবুবুর রহমান জিসান
প্রকাশ: ১৬ জানুয়ারী ২০২৩

---
ইমরান হোসেন তালহা, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধিঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে প্রায় সোয়া ৩ কোটি টাকার হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
(জানুয়ারি১৬)সোমবার দুপুর ১টায় জেলা পুলিশ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে গণমাধ্যম কর্মীদের বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জনাব গোলাম মোস্তফা রাসেল।

এর,আগে,(১৫জানুয়ারি) রবিবার গভীর রাতএ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রাম রোডস্থ বন্ধু পরিবহন কাউন্টারের সামনে থেকে মো. মাসুম সরকার (১৯)১ জনকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১ কেজি ৬শ’ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত মো. মাসুম সরকার (১৯) কুমিল্লার হোমনা থানার ভবানীপুর এলাকার হাসান আলী সরকারের ছেলে।

পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল জানান, জেলা গোয়েন্দা পুলিশের এসআই সৈয়দ রুহুল আমিন, আরিফ শেখ, কাজী ফেরদৌসসহ সঙ্গীয় ফোর্স নিয়ে (১৫জানুয়ারি)রোববার গভীর রাতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রাম রোডস্থ বন্ধু পরিবহন কাউন্টারের সামনে মাসুম সরকারকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১ কেজি ৬শ’ গ্রাম হেরোইন উদ্ধার করা হয় যার আনুমানিক বাজার মূল্য ৩ কোটি ২০ লাখ টাকা। এ ঘটনার সঙ্গে যারা জড়িত রয়েছেন গ্রেফতারকৃত আসামি মামুন সরকার (১৯) কিছু ব্যক্তির নাম বলেছে তদন্ত করে তাদের আইনের আওতায় আনা হবে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon