মোঃ মিনহাজ আলম, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে রেল দূর্ঘটনায় দুইজন গুরুতর আহত হয়েছে। স্থানীয়রা তাদের উদ্ধার করে জেনারেল হাসপাতালে ভর্তি করলে কত্যর্বরত চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। এ ঘটনার পর রেল কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।
আজ রোববার দুপুরের পর ঠাকুরগাঁও স্টেশন থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্যেশে ছেড়ে যায় পঞ্চগড় এক্সপ্রেস নামে ট্রেনটি। মাত্র দশ কিলোমিটার পথ পারি দিতেই সদরের শিবগঞ্জের মহেশপুর আমতলী নামকস্থানে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় ট্রেনটি। দুমরে মুচরে যায় ট্রাকটি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সংঘর্ষে ট্রাক চালক ও হেলপার গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে জেনারল হাসপাতালে ভর্তি করলে কত্যর্বরত চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
এ ঘটনার পর রেল কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ট্রেন উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। দূর্ঘটনাস্থলে রেলক্রসিং না থাকায় এমন দূর্ঘটনায় মর্মাহত স্থাণীয়রা।
ঘটনাস্থলের পাশেই মাঠে কাজ করা একজন স্থানীয় জানান, ট্রেনটি আসছিল আর ট্রাকটি সামনে মিলের দিকে যাচ্ছিল। রেল ক্রসিং এর পাশে একটি লিচু বাগান ছিল, তাই ট্রাক ড্রাইভার ট্রেনটিকে দেখতে পাইনি। এবং ট্রাকে গান বাজছিল তাই ট্রাক ড্রাইভার আওয়াজও পাইনি যখন একেবারে সামনে চলে আসে তখন সেখানেই ট্রাক ডাইভার পাসের ফসলী জমিতে পরে যায়। ট্রেনটি ট্রাকটিকে তিন’শ মিটার দূরে নিয়ে ফেলে।
ট্রেনের একজন যাত্রী বলেন, আমি পঞ্চগড় সদরের বাসিন্দা, আমি পঞ্চগড় থেকে দিনাজপুরের উদ্দেশ্যে রওনা দিছি।
শিবগঞ্জ স্টেশন পার হয়ে একটু সামনেই ট্রেনটি হঠাৎ করে ঝাঁকি মারে এবং একটি বিকট শব্দ হয়। তার এক মিনিট পরে ট্রেনটি থামে। পরে ট্রেন থেকে নেমে দেখি ট্রাকটিকে উল্টে দিয়েছে।
ট্রাকের পিছনে থাকা একজন ব্যক্তি বলেন, আমরা গাড়িটার পিছনে ছিলাম গাড়িটা পিছনে আসতেছিলাম, ট্রাক ড্রাইভার ট্রেনটিকে দেখতে পাইনি, কানে ইয়ারফোন ছিল আমরা তার লুকিংগ্লাসে দেকতেসিলাম ওতটা বুঝতে পারিনি, হটাত ট্রেনটি ট্রাক টিকে ধাক্কা দিয়ে প্রায় ৩০০ মিটার দূরে নিয়ে জায়।
অতিরিক্ত পুলিশ, সুপার মিথুন সরকার বলেন,
ঢাকা গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি ১:৩৫ মিনিট সময় এখানে আমতলী বাজারের দিক দিয়ে যাচ্ছিল সে সময় একটি ট্রাক রাস্তা পার হচ্ছিল এবং এখানে কোন রেলগেট না থাকায় উনি বুঝতে পারেননি যে ট্রেন আসছে, পরে ট্রেনের সাথে ট্রাকটির ধাক্কা লাগে প্রায় ৩০০ মিটার দূরে এই স্পটে এসে ট্রেনটা দাঁড়িয়ে যায় এবং এ সময় ড্রাইভার যার নাম কিনা সোহেল সে আহত হয়েছে তাকে আমরা হসপিটালে পাঠিয়েছি এবং পঞ্চগড় থেকে একটি রেকার আসছে ট্রাকটা সরিয়ে দিলে রেল যোগাযোগ আবার আগের মত স্বাভাবিক হবে।
মন্তব্য