শনিবার, ৩০ নভেম্বর ২০২৪
 

নজরুল বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পূজা উদযাপন

মাহবুবুর রহমান জিসান
প্রকাশ: ২৭ জানুয়ারী ২০২৩

---

আবু ইসহাক অনিক, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

প্রতিবারের মতো এবারও ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে উৎসবমুখর পরিবেশে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) উদযাপিত হয়েছে সরস্বতী পূজা।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকাল থেকেই ক্যাম্পাসের কেন্দ্রীয় মন্ডবে পূজা শুরু হয়। পাশাপাশি ছাত্রীদের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল সহ বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি, সংগীত এবং লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগে পূজার আয়োজন করা হয়।

সকাল থেকে পূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বী ছাত্রছাত্রীদের মাঝে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।নানান সাজে পূজা দেখতে ভিড় করেছে দর্শনার্থীরা। তাদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয়ের আঙ্গিনা। পূজা কেন্দ্র করে কয়েকদিন থেকেই ক্যাম্পাসে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছিল। বেশ কয়েকদিন থেকে পূজা উপলক্ষে নিমন্ত্রণের কার্ড তৈরি, বিতরণ, মণ্ডপ সাজানোর কাজেই ব্যস্ত ছিল সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা। এ আয়োজন ধর্ম-বর্ণ নির্বিশেষে উপভোগ করেছে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থীরা।

এ দিকে কেন্দ্রীয় পূজা মন্ডবে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবির, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও পূজা উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. উজ্জ্বল কুমার প্রধান, শিক্ষক সমিতির সভাপতি শেখ সুজন আলী, ছাত্র উপদেষ্টা তপন কুমার সরকার, লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক সঞ্চয় কুমার মুখার্জি, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক হিল্লোল ফৌজদার সহ বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন বিভাগের শিক্ষক,ছাত্রছাত্রীর উপস্থিতিতে বাণী অর্চনা, দেবীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ, অঞ্জলি প্রদান, আরতি, প্রসাদ বিতরণসহ নানা আয়োজনের মধ্যদিয়ে পূজা উদযাপিত হয়েছে।

পূজা উদযাপন কমিটির সদস্য সচিব, মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক সাজন সাহা বলেন, মা সরস্বতী আমাদের সকলের মঙ্গল করুক এবং আমাদের সকলের মনোবাসনা পূর্ণ করুক। তিনি মায়ের নিকট শিক্ষার্থীদের বিদ্যা বুদ্ধি বাড়িয়ে দেওয়ার প্রার্থনা করেছেন।

উল্লেখ্য যে, সরস্বতী পূজো উপলক্ষে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon