শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪
 

চরভদ্রাসন পদ্মা নদীতে দুই স্প্রীট বোর্ডের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২

মাহবুবুর রহমান জিসান
প্রকাশ: ৫ ফেব্রুয়ারী ২০২৩

---

ফরিদপুর প্রতিনিধি-

ফরিদপুরের চরভদ্রাসনে দুই স্প্রীট বোর্ডের মুখোমুখি সংঘর্ষে সুকুমার হালদার (৬০) নামের একজন নিহত হয়েছেন।

আজ (৫ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে উপজেলার চরঝাউকান্দা ইউনিয়নের পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।

নিহত সুকুমার ফরিদপুর সদরের গুহ লক্ষীপুর গ্রামের সিরিস হালদারের ছেলে।

চরঝাউকান্দা ইউনিয়নের ইউপি’ চেয়ারম্যান বদরুজ্জামান বদু নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকাল ১০ টার দিকে একটি স্প্রীট বোর্ড দোহারের মৈনটঘাট থেকে যাত্রী বোঝাই করে চরভদ্রাসন গোপালপুর ঘাটে আসার পদ্মা নদীর পথিমধ্যে অপর দিক থেকে আসা দুই স্প্রীট বোর্ডের মুখোমুখি সংঘর্ষ ঘটে।

এসময় ঘটনাস্থলে সুকুমার হালদার নিহত হন এবং অপর দুই যাত্রী আহত হন।

আহতরা হলেন- চরভদ্রাসন সদরের মধ্যে বিএসডাঙ্গী গ্রামের ববি আক্তার (৩৫) ও বারেক শিকদার (৬০)।

আহতের উদ্ধার করে ঢাকা মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু মন্ডল নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন/

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon