শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪
 

চাঁপাইনবাবগঞ্জে বাংলা ইশারা ভাষা দিবস-২০২৩ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মাহবুবুর রহমান জিসান
প্রকাশ: ৭ ফেব্রুয়ারী ২০২৩

---

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজ সেবা অধিদপ্তর এই আলোচনা সভার আয়োজন করেছে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারী) সকাল১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খান।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব উল ইসলাম এর সভাপতিত্বে সম্মানিতর অতিথির বক্তব্য দেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. রুহুল আমিন।
তিনি তাঁর বক্তব্যে প্রতিবন্ধীদের জীবন মান উন্নয়নে সরকারের বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরেন এবং এসব শিশু ও ব্যাক্তিদের সহযোগিতা ও ভালবাসার হাত বাড়িয়ে দেওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক উম্মে কুলসুম।

এছাড়া অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, ভোলাহাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সামাদ, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মনোয়ারা খাতুন, জেলা স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো মোজাহার আলি,জেলা চেম্বার্স অব কমার্স ইন্ডাস্ট্রি’র সিনিয়র সহ সভাপতি মসিউল করিম বাবুসহ অন্যরা।

সভায় চাঁপাইনবাবগঞ্জ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়,সুইড বাংলাদেশ (পূর্ব শাখা)সহ বিভিন্ন প্রতিবন্ধী সংগঠনের প্রতিনিধি বৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon