যুগের কণ্ঠস্বর : নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:
নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় গুলিতে নিহত ‘সুলতান ভাই কাচ্চি’ রেস্তোরাঁর ম্যানেজার জামান কাজলের (৫০) লাশ নিয়ে বিক্ষোভ করেছেন তার সহকর্মী ও এলাকাবাসী।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শহরের বাগে জান্নাত এলাকায় মরদেহ পৌঁছালে বিক্ষোভ মিছিল করেন তারা। এ সময় অভিযুক্ত আজহারসহ দোষীদের শাস্তির দাবি জানানো হয়।
জামান কাজলের লাশ ঘিরে তার সহকর্মীরা কান্নায় ভেঙে পড়েন। তাদের আহাজারিতে আশপাশ এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। এলাকাজুড়ে শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়।
সুলতান ভাই কাচ্চি রেস্তোরাঁর কর্মচারী ইব্রাহিম বলেন, ‘আমাদের ম্যানেজার কাজল ভাই অনেক ভালো মানুষ ছিলেন। তার কোনো দোষ ছিল না। তাকে কোনো কথা ছাড়াই গুলি করে। আমরা এ ঘটনার বিচার চাই। দোষীদের ফাঁসি দাবি জানাই।’
কর্মচারী আকাশ বলেন, ‘আমাদের ম্যানেজারের মামার মতো মানুষ হয় না। তাকে বিনা দোষে আজহার গুলি করেছে। আমরা তার ফাঁসি চাই।’
গত ৬ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. জামান কাজল মারা যান। তিনি নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের শাহ আলমের ছেলে। বন্দরের নবীগঞ্জ এলাকায় বসবাস করতেন কাজল।
এর আগে ৫ ফেব্রুয়ারি রাত ১০ টার দিকে শহরের চাষাঢ়ায় আঙ্গুরা প্লাজায় সুলতান ভাই কাচ্চি রেস্তোরাঁয় প্রকাশ্যে গুলি ছোড়ার ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হন এক নারীসহ পাঁচজন। এর মধ্যে কাজলের অবস্থা গুরুতর ছিল।
মন্তব্য