শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪
 

ফরিদপুরের দুই স্প্রীট বোর্ডের মুখোমুখি সংঘর্ষের তিনদিন পর দুই ব্যক্তির লাশ উদ্ধার

মাহবুবুর রহমান জিসান
প্রকাশ: ৭ ফেব্রুয়ারী ২০২৩

ফরিদপুর জেলা প্রতিনিধি -


ফরিদপুরের চরভদ্রাসনে দুই স্প্রীট বোর্ডের মুখোমুখি সংঘর্ষের তিন দিন পর দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে ফরিদপুরের নৌ পুলিশ ও চর ভদ্রাসনের ফায়ার সার্ভিসের ডুবুরিরা।  উদ্ধারকৃতরা  হলেন দাউদ মৃধা(৩৫) ও রানা     খন্দকার (৩০)।


আজ (৭ ফেব্রুয়ারি) বেলা ৪টার  দিকে উপজেলার চরঝাউকান্দা  ইউনিয়নের পদ্মা নদীতে ফরিদপুরের নৌ পুলিশ ও চরভদ্রাসনের ফায়ার সার্ভিসের ডুবুরীরা এই উদ্ধার অভিযান পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন, চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির এপা, চরভদ্রাসন থানার ওসি মিন্টু মন্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু।


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে,  গত রবিবার সকাল ৮.৩০ মিনিটের দিকে একটি স্প্রীট বোর্ড দোহারের মৈনটঘাট থেকে যাত্রী বোঝাই করে চরভদ্রাসন গোপালপুর ঘাটে আসার সময় ঘন কুয়াশায়  পদ্মা নদীর পথিমধ্যে অপর দিক থেকে আসা দুই স্প্রীট বোর্ডের মুখোমুখি সংঘর্ষ ঘটে।


এসময় ঘটনাস্থলে সুকুমার হালদার নিহত হন এবং  দুই যাত্রী আহত হন এ সময় নিখোঁজ রয়ে যান ৭/৮জন।নিখোঁজের আত্মীয়-স্বজনর আহাজারি ও অনুরোধে আজ এই উদ্ধার অভিযান পরিচালিত হয়।


চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু মন্ডল নিহতদের উদ্ধারের বিষয়টি  নিশ্চিত করেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon