শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪
 

সত্যের আলো ছড়াতে পুণ্যের পথ দেখাচ্ছে মারকাযুল উলুম ইসলামিয়া হাজীপাড়া মাদ্রাসা

ডেস্ক নিউজ
প্রকাশ: ১০ ফেব্রুয়ারী ২০২৩

---

লেখক মাওলানা মুফতি মাহমুদ হাসান, বিন শায়েখ আব্দুল আউয়াল (শিক্ষা সচিব) মারকাযুল উলুম আলইসলামিয়া হাজীপাড়া মাদ্রাসা, নারায়ণগঞ্জ: সত্যের আলো ছড়াতে পুণ্যের পথ দেখাতে ধরাপৃষ্ঠে আবির্ভাব হল এক মহামানবের । অবতীর্ণ হল আল-কুরআন । তার নবুওয়াতী যিন্দেগীর ২৩ বছর ছিল এর বাস্তব নমুনা। এর মাঝে গড়ে তুলেন হযরত সাহাবায়ে কেরামের সুমহান আদর্শবান একটি জামাত। আর ঘোষণা দিলেন নাজাতের পথ একটাই , রাসুলের বানী, আমিও আমার সাহাবাদের যে মত ও পথ রয়েছে তোমরা নিজেদেরকে সে মতে ও পথে পরিচালিত করবে এবং সে পথকে দৃঢ়ভাবে গ্রহণ করবে ।

ইসলামের সেই জামাতিই পরিচিতি লাভ করেছে (আহলাস সুন্নাহ ওয়াল জামাঅহ্) নামে। যুগে যুগে একটি জামাত তাদের সর্বস্ব বিসর্জন দিয়ে রসূল বাণী( আমিও আমার সাহাবাদের যে মত ও পথ রয়েছে তোমরা নিজেদেরকে সে মত ও পথে পরিচালিত করবে ) এর অনুসর করেএ আসছে। এই মহান ধারার উত্তরসূরী ছিলেন আইম্মায়ে দ্বীন, হযরত মুজতাহিদীন, ফুকাহা মুহাদ্দিসীন ও সুলাহায়ে মুসলিমীন। সকল প্রতিকূলতার মুখে হক ও হক্কানিয়াতের পতাকাকে সমুন্নত রেখেছেন তারা । দারুল উলুম দেওবন্দ মূলত সেই ধারারই উত্তরাধিকারী। উম্মতে মুহাম্মদীর সেই সোনালী ইতিহাসকে সামনে রেখে রসুলের বাণী ,যার উপর আমি ও আমার সাহাবীরা রয়েছে, এর আদর্শিক উত্তরসূরী গঢ়ে তোলার লক্ষ্যে ১৮৬৬ সালে স্বপ্নযোগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশারায় ভারত উপমহাদেশের উত্তর প্রদেশে দেওবন্দ নামক জনপদে প্রতিষ্ঠা লাভ করে ঐতিহাসিক মাদারে ইলমী দারুল উলুম দেওবন্দ। আমাদের মারকাযুল উলুম আল ইসলামিয়া হাজীপাড়া সেই দারুল উলুম দেওবন্দেরি একটি শাখা ।

প্রতিষ্ঠা ও অবস্থান: ১৪২৫ হিজরী মোতাবেক ২০০৫ ঈসাই সনে বিশিষ্ট সমাজসেবক দ্বীন -দরদী জনাব আলহাজ্ব আব্দুস সাত্তার রহমাতুল্লাহি আলাইহি কর্তিক ওয়াকফকৃত ১১২.৫০ শতাংশ জমির উপর মাদ্রাসার মুতাওয়াল্লি ও প্রতিষ্ঠাতা মুহাতামিম নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী ডি.আই.টি মসজিদের সম্মানিত খতিব রাহবারে উম্মাত, শায়খে তরিকত আলহাজ্ব হযরত মাওলানা আব্দুল আউয়াল সাহেববের সার্বিক তত্ত্বাবধানে শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন কাশীপুর ইউনিয়নের হাজীপাড়া এলাকায় (মারকাযুল উলুম আল ইসলামিয়া হাজীপাড়া ) মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়। লক্ষ্য-উদ্দেশ্যে : কোরআন সুন্নাহ ও ইসলামের দ্বীনের খেদমত এবং বর্তমান প্রেক্ষাপটে দ্বীনের প্রচার প্রসার ও দ্বীনি শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে তালীম , তাযকিয়া, দাওয়াত ও খেদমতের মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনই হল এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য ও উদ্দেশ্য । এছাড়াও মুসলমানের সন্তানরা যেন আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী হয়, আলেমে হক্কানী রাব্বানী দেশ প্রেমিক ও আদর্শ নাগরিক হয়ে গড়ে ওঠে। সমাজের মানুষ যেন ভ্রান্ত আকিদা- বিশ্বাস, বিদায়াত ও কুসংস্কৃতি থেকে বাঁচতে পারে এবং সীরাতে মুস্তাকিম এর উপর চলতে পারে। শিক্ষার্থীরা যেন বিশ্বের বুকে ইসলামের সঠিক শিক্ষা ও যুগজিজ্ঞাসার সঠিক জবাব দিতে সক্ষম হয় এবং ইসলামকে মানুষের সামনে উত্তমরূপে পেশ করতে পারে।

মারকাজের প্রকল্পসমূহ: মারকাযের অধীনে বর্তমানে মোট ৪টি প্রকল্প চালু রয়েছে। ১, তালীম ২, তাযকিয়া ৩, দাওয়াত ৪, খেদমত মারকাযের গ্রন্থগার: বর্তমানে মারকাযের একটি মাঝারী ধরনের গ্রন্থগার রয়েছে, তবে মারকাযের বর্তমান কার্যক্রম এবং পরিকল্পনাধীন বিষয়াদী বাস্তবায়নের জন্য বৃহদাকারের বিশ্বমানের একটি সমৃদ্ধ লাইব্রেরীর প্রয়োজন। যা থেকে শুধু দেশের নয় বরং বাইরের গবেষক ও জ্ঞান পিপাসুগনও উপকৃত হতে পারেন। ভবিষ্যৎ পরিকল্পনা: যুগ চাহিদা অনুযায়ী দ্বীনি খেদমতের বিভিন্ন পর্যায়ে মানসম্মত প্রকল্প চালু করার একান্তই ইচ্ছা মারকাযের রয়েছে । যথা:১, উলুমুল কুরআন (১ বছর মেয়াদী) ২, দাওয়া বিভাগ (১ বছর মেয়াদী) ৩, দেশ ও দেশের বাহিরে দ্বীনি চাহিদা পূরণের লক্ষ্যে ওয়েবসাইট খোলা। প্রয়োজনীয় উপকরণাদির ব্যবস্থা হলে এসব প্রকল্প চালু করা হবে ইনশাআল্লাহ। লেখক মাওলানা মুফতি মাহমুদ হাসান, বিন শায়েখ আব্দুল আউয়াল (শিক্ষা সচিব) মারকাযুল উলুম আলইসলামিয়া হাজীপাড়া মাদ্রাসা, নারায়ণগঞ্জ। প্রচারে দৈনিক যুগের কন্ঠস্বর মিডিয়া লিমিটেড এর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ ইমরান হোসেন তালহা ।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon