জহরুল ইসলাম, বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ-
অস্ট্রেলিয়ার আরএমআইটি বিশ্ববিদ্যালয়ে Biomedical Engineering বিষয়ে পিএইচডি করার সুযোগ পেয়েছেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) বৈদ্যুতিক এবং ইলেকট্রনিক প্রকৌশল (ইইই) বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাব্বির চৌধুরী।
তার গবেষণার বিষয় Biomedical Engineering এর Microfluidic Technology ব্যাবহার করে Cancer cell ডিটেকশন করা। অর্থাৎ, কম সময়ে, কম খরচে ক্যান্সার শনাক্ত করা।
পিএইচডির জন্য তিনি গত ৩১ অক্টোবর,২০২২ তারিখে ফুল ফ্রী স্কলারশীপে মনোনীত হন। বিভিন্ন প্রক্রিয়া শেষ করে আগামী পহেলা মার্চ,২০২৩ থেকে পিএইচডির কার্যক্রম শুরু করবেন। এই উদ্দেশ্যে আগামী ২৮ ফেব্রুয়ারি,২০২৩ তারিখে তিনি বাংলাদেশ ত্যাগ করবেন।
ইতিপূর্বে তিনি সৌদি আরবের King Abdulaziz University থেকে Biomedical Engineering এর উপর মাষ্টার্স সম্পন্ন করেছেন। যেখানে তিনি সিজিপিএ ৫.০০ এর মধ্যে ৪.৯২ পেয়ে সফল ভাবে উত্তীর্ণ হয়েছেন।
এই বিষয়ে সাব্বির চৌধুরী বলেন “কোনো ভালো কিছু পাওয়ার অনুভূতি সবসময়ই ভাল হয়। তবে আমার কাছে মনে হয় এটা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য একটা উপহার(আলহামদুলিল্লাহ)। কারণ আমার থেকে অনেক ভালো প্রোফাইল নিয়েও অনেকেই এই রকম ভালো সুযোগ পাচ্ছে না, আবার অনেকেই আমার থেকে দুর্বল প্রোফাইল নিয়ে এর থেকেও অনেক ভালো ভালো যায়গায় চলে গেছে।
আরেকটা বিষয় হল, যখন কোনো সুযোগ আল্লাহর পক্ষ থেকে আসে তখন সেই সুযোগের সাথে সাথে অনেক অনেক দায়িত্বও চলে আসে। এই জন্য একটু ভয়ও লাগছে।এটা ভেবে যে, এই দায়িত্ব কি আমি সঠিকভাবে পালন করতে পারবো?
তিনি আরো বলেন “পরিশেষে বলতে চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন।যেন নির্দিষ্ট সময়ের মধ্যে পিএইচডি শেষ করতে পারি এবং সমাজ ও দেশের প্রতি আমার যে দায়িত্ব-কর্তব্য আছে সেগুলো সঠিকভাবে পালন করতে পারি।”
মন্তব্য