বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
 

জবি সাংবাদিক সমিতির সভাপতি তানভীর, সম্পাদক মামুন

ক্যাম্পাস
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারী ২০২৩

---

জবি প্রতিনিধি;

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৩ এ সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক কালবেলার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মাহমুদুল হাসান তানভীর। তার প্রাপ্ত ভোট ২৯টি এবং তার প্রতিদ্বন্দ্বী দৈনিক শেয়ারবিজের আশিকুল ইসলাম পান ১৩টি ভোট। আর সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি মামুন শেখ। তার প্রাপ্ত ভোট ২২টি এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি হারুনুর রশিদ পেয়েছেন ১৭টি ভোট।

সোমবার বিকাল ৪টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে এই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সোলাইমান সালমান। সাথে ছিলেন অপর দুই নির্বাচন কমিশনার মাহবুব মমতাজী ও যুবাঈর হুসাইন সামী।

কমিটির অন্য পদের মধ্যে সহ-সভাপতি পদে দ্য ডেইলি ক্যাম্পাসের সাগর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে জাগো নিউজের রায়হান আহমেদ, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক মানবকন্ঠের মিনহাজুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

এছাড়াও অর্থ সম্পাদক পদে মানবজমিনের জয়নুল হক, দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দৈনিক সমকালের ইমরান হুসাইন, কার্যনির্বাহী সদস্য-১ পদে ঢাকা পোস্টের মাহতাব লিমন এবং কার্যনির্বাহী সদস্য-২ পদে দৈনিক আজকালের খবরের তৌফিকুর রহমান নির্বাচিত হয়েছেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon