শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪
 

তালতলীতে গাঁজাসহ চাকরিচ্যুত সেনা সদস্য গ্রেফতার

মাহবুবুর রহমান জিসান
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারী ২০২৩

---
তালতলী( বরগুনা)প্রতিনিধ

বরগুনার তালতলীতে এক কেজি গাঁজাসহ মহসীন ফকির (৪১) নামের চাকরিচ্যুত এক সেনা সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল সোমবার (২৭ ফেব্রুয়ারী) রাত ৯ টার দিকে উপজেলার ছোটবগী ইউপির ঠংপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার চাকরিচ্যুত সেনা সদস্য মহসীন ফকির (৪১) উপজেলার ছোটবগী ইউপির চরপাড়া গ্রামের মৃত শাহজাহান ফকিরের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পায় চাকরিচ্যুত সেনা সদস্য মহসীন ফকির দীর্ঘ দিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছে। এর প্রেক্ষিতে এস আই জামাল ও এ এস আই আবু জাফর ক্রেতা ছদ্মবেশে ফোন দিলে তাদের কাছে মাদক বিক্রি করবে বলে জানায়। পরে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাখাওয়াত হোসেন তপুর নেতৃত্বে পুলিশের একটি টিম ক্রেতা ছদ্মবেশে মহসীন ফকিরের কাছে যায়। এ সময় তার শরীরে পেচানো চাদর থেকে গাজাঁ বের করলে। পরে তল্লাশি চালিয়ে তাকে ১ কেজি গাঁজাসহ আটক করা হয়।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, সেনাবাহিনীর চাকরিচ্যুত মহসীন ফকির দীর্ঘ দিন ধরে গাঁজা বিক্রি করে আসছিলেন। কৌশলে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সে আগে সেনা সদস্য ছিলেন। এই মাদক কারবারির জন্য তাকে চাকুরিচ্যুত করা হয়েছিলো। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকসহ একাধিক মামলা রয়েছে। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। তাকে আদালতে পাঠানো হবে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon