শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪
 

হত্যা নাকি আত্মহত্যা? ছাদ থেকে পড়ে কাউন্সিলর বাদলের স্ত্রীর রহস্যময় মৃত্যু

মাহবুবুর রহমান জিসান
প্রকাশ: ৬ মার্চ ২০২৩

---

যুগের কণ্ঠস্বর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহ্জালাল বাদলের প্রথম স্ত্রী সাদিয়া নিঝু ৭তলা ভবনের ‘ছাদ থেকে ’ পড়ে গিয়ে মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের চাষাঢ়ার বালুর মাঠ এলাকার রাজু প্যালেস এর ছাদ থেকে ওই নারী পড়েন বলে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আনিচুর রহমান মোল্লা জানান।

৩০ বছর বয়সী সাদিয়া নিঝু রাজু প্যালেসের ৬তলায় তার মা ও ছেলেকে নিয়ে থাকতেন৷ তিনি একই ভবনের ৩য় তলায় ‘নিঝু বিউটি পার্লার’ নামে একটি প্রতিষ্ঠান চালাতেন।

কভবনটির নিচতলার ‘মেলা ফুড জোন’ রেস্তোরাঁর মালিক মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, “ভবনের পেছনের দিকে ভারী কিছু পড়ে যাওয়ার শব্দ পেয়ে সেখানে গেলে সাদিয়া নিঝুকে মুমূর্ষু অবস্থায় পাওয়া যায়৷ পরে মুমূর্ষু অবস্থায় তাকে নারায়ণগঞ্জ জেনারেল(ভিক্টোরিয়া) হাসপাতালে নেওয়া হয়।“

নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোহাম্মদ নুরুজ্জামান বলেন, “দুপুর পৌনে ১টার দিকে হাসপাতালে ওই নারীকে মৃত অবস্থায় আনা হয়৷ তার মরদেহ মর্গে আছে৷ পুলিশে খবর দেওয়া হয়েছে৷”

ওসি আনিচুর রহমান মোল্লা বলেন, “ভিক্টোরিয়া হাসপাতালে এক নারীর মরদেহ আছে৷ তিনি আত্মহত্যা করেছেন বলে হাসপাতাল থেকে জানানো হয়েছে৷ পুলিশ পাঠানো হয়েছে, প্রাথমিক তদন্তের পর বিস্তারিত বলা যাবে।”

শাহজালাল বাদল নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত নূর হোসেনের ভাতিজা। তিনি সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রলীগের আহ্বায়ক ছিলেন। শাহ্জালাল বাদল ২০২২ সালের ১৬ জানুয়ারি অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে তৃতীয়বারের মতো কাউন্সিলর নির্বাচিত হন।

২০২১ সালের ফেব্রুয়ারিতে এলাকায় ‘গানবাজনা সম্পূর্ণ’ নিষিদ্ধ করে সমালোচিত হয়েছিলেন কাউন্সিলর শাহজালাল।

২০০৭ সালে সাদিয়া নিঝুকে বিয়ে করেন শাহজালাল বাদল। তাদের একটি সন্তান রয়েছে।

এর মধ্যে গত বছর ৮ ফেব্রুয়ারি ২০২২নিজ বাসায় সাংবাদিকদের ডেকে কাউন্সিলর শাহজালাল বাদলের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন তার স্ত্রী।

সেদিন সাংবাদিকদের সাদিয়া নিঝু অভিযোগ করেন, “সম্প্রতি আমাকে না জানিয়ে বাদল দ্বিতীয় বিয়ে করেছে। এতদিন যাবৎ সে আমাকে স্ত্রীর অধিকার থেকে বঞ্চিত করছে। সে আমার অনুমতি না নিয়ে দ্বিতীয় বিয়ে করেছে। আমার বাচ্চাটা খুব অসহায়। সে আমার ভরণ-পোষণের দায়িত্ব নিতে চায় না।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon