শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪
 

তালতলীতে তাপবিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ড ,জনমনে আতঙ্ক

ডেস্ক নিউজ
প্রকাশ: ৯ মার্চ ২০২৩

---

তালতলী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার তালতলীতে নির্মাণাধীন তাপ বিদ্যুৎ কেন্দ্রের ভেতরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে তাপবিদ্যুৎ কেন্দ্রের মূল অবকাঠামোর ক্ষয়ক্ষতি ও কোন হতা হতের ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুর ২ টার দিকে উপজেলার নিশান বাড়িয়া ইউনিয়নের খোট্টারচর এলাকায় নির্মাণাধীন তাপ বিদ্যুৎ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে হঠাৎ তাপ বিদ্যুৎ কেন্দ্রের ভেতর থেকে ধোঁয়া উড়তে দেখা যায়। এরপর বিদ্যুৎকেন্দ্রের ভেতরে কর্মরত শ্রমিকদের শোরগোল শোনা যায়। এর কিছুক্ষণ পর বিদ্যুৎ কেন্দ্রের ভেতরে ফায়ার সার্ভিসের একটি গাড়ি প্রবেশ করে।

এ বিষয়ে তালতলী ফায়ার সার্ভিসের কর্মকর্তা বদিউজ্জামান বলেন, তাপ বিদ্যুৎ কেন্দ্রের ভেতরে ময়লা-আবর্জনার স্তুপে কে বা কারা অগ্নিসংযোগ করে। পরে এ আগুনের তীব্রতা বেড়ে যায়। এরপর বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত শ্রমিকরা আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে তালতলী ফায়ার সার্ভিস স্টেশনকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

এ বিষয়ে বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। তবে তাপবিদ্যুৎ কেন্দ্রের ভিতরে আগুন লাগার ঘটনায় সাংবাদিকরা তথ্য সংগ্রহ করতে গেলে তাদেরকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়নি।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon