শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪
 

ডিজিটাল নিরাপত্তা আইনের ফের সমালোচনা জাতিসংঘে

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১০ মার্চ ২০২৩

---
মাজহারুল হাসান রাকিব, যুক্তরাজ্য প্রতিনিধি: বহুল আলোচিত ও সমালোচিত ডিজিটাল নিরাপত্তা আইন (ডিএসএ) সংশোধনের তাগিদ পূনর্ব্যক্ত করলো জাতিসংঘ। মঙ্গলবার বিশ্বসংস্থাটির মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার টুর্ক আইনটির সংশোধনের জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান। সেই সঙ্গে বাংলাদেশে রাজনৈতিক সহিংসতা বাড়তে থাকা, রাজনৈতিক কর্মীদের নির্বিচারে গ্রেপ্তার, নির্বাচনকে সামনে রেখে মানবাধিকার এবং গণমাধ্যমকর্মীদের উপর অব্যাহত হয়রানির কথা উল্লেখ করে জাতিসংঘ দূত গভীর হতাশা প্রকাশ করেন। ‘ডিএসএ’ বিষয়ে ভলকার টুর্ক বলেন, তাঁর দপ্তরের সঙ্গে দীর্ঘ আলোচনার পর তিনি এটিকে সংশোধন করার জন্য বাংলাদেশ কতৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছেন।

তিনি বলেন, যারা তাদের স্বাধীন মতপ্রকাশ এবং বিশ্বাসের অধিকার প্রয়োগ করছে, তাদের বিরুদ্ধে এই আইন প্রয়োগর মাধ্যমে ফৌজদারি সাজা দেয়া অব্যাহত রয়েছে। জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের ৫২তম অধিবেশনে বক্তৃতাকালে বাংলাদেশ পরিস্থিতি প্রসঙ্গে ভলকার টুর্ক এসব কথা বলেন। টুর্কের পূর্বসূরি মিশেল বাশেলেট গত বছরের আগস্টে বাংলাদেশ সফর করে এমন আহ্বান জানিয়েছিলেন। মিশেল বলেছিলেন, তাঁর দপ্তর সরকারের কাছে আইনটি সংশোধনে সুনির্দিষ্ট সুপারিশমালা পেশ করেছে। তিনি তখন ওই সুপারিশ অনুযায়ী আইনটি সংশোধনের আহ্বান জানিয়েছিলেন।

গত ২৭ ফেব্রুয়ারি শুরু হওয়া মানবাধিকার পরিষদের ওই অধিবেশনে হাইকমিশনার টুর্ক এ পর্যন্ত ৪০টি দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। জেনেভার ওই আলোচনায় তিনি সেই সব দেশের কোন কোন বিষয়ে তাঁর উদ্বেগ রয়েছে, তা তুলে ধরেন।

মন্তব্য

পঠিতসর্বশেষ

এলাকার খবর

Developed By: Dotsilicon