মো. ফজলুল করিম ফাহিম,বুটেক্স: বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) বিজনেস ক্লাবের ২০২৩-২৪ কার্যকরী সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
গত ৮ মার্চ, ২০২৩ রোজ বুধবার বুটেক্স বিজনেস ক্লাবের নতুন নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়। সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বুটেক্সের চতুর্থ বর্ষের ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের সাকিব আল মুনতাসির এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন একই ব্যাচের এপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের আব্দুল্লাহ আল মামুন।
বুটেক্স বিজনেস ক্লাবের মডারেটর ডাইজ এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ড. আব্বাস উদ্দীন শায়খ ও বিগত কমিটির সভাপতি মো:মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক দেওয়ান আহনাফ সাফিনের স্বাক্ষরিত প্যাডে কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য বিভাগের পরিচালকদের নাম ঘোষণা করা হয়।
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) একটি অন্যতম সক্রিয় ক্লাব বুটেক্স বিজনেস ক্লাব। ২৪ শে আগস্ট,২০১৬ থেকে যাত্রা শুরু করা এই ক্লাবটি বুটেক্সের শিক্ষার্থীদের ক্যারিয়ার এবং পারসোনাল ডেভেলপমেন্টের জন্য প্রতিষ্ঠার সূচনালগ্ন থেকেই কাজ করে যাচ্ছে বুটেক্স বিজনেস ক্লাব।এর পাশাপাশি এই ক্লাব সাধারণ শিক্ষার্থীদের জন্য এমন একটি প্লাটফরম দেয়েছে যেখানে তারা নেজেদের স্কিল ডেভেলপমেন্ট করতে পারবে নতুন কিছু শিখার মাধ্যমে।
নবগঠিত কমিটির সভাপতি সাকিব আল মুনতাসির বলেন,আমার এখনো বুটেক্স বিজনেস ক্লাবের প্রথম স্মৃতি স্পষ্ট মনে গেঁথে আছে। যার শুরু হয় টেক্সবিজ ২০১৮ তে অংশগ্রহণ করার মধ্যদিয়ে এরপর ইভেন্ট পার্টিসিপেন্ট হিসেবে গল্পের শুরুটা হলেও বছর না ঘুরতেই ক্লাবের সদস্য হিসেবে ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব পাওয়া। এরপর থেকে এখন অব্দি এই ক্লাব থেকে পেয়েছি অনেক কিছুই, এবার দায়িত্ব ক্লাবকে কিছু দেয়ার। আগামীতে ক্লাবের মাধ্যমে বুটেক্স শিক্ষার্থীদের জন্য ভালো কিছু করার প্রত্যাশা ব্যক্ত করেন।
মন্তব্য