শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪
 

মাদারিপুরের কালকিনি ও ডাসার উপজেলায় ভূমিহীনদের জমি ও গ্রহ প্রদান করলেন প্রধানমন্ত্রী

মাহবুবুর রহমান জিসান
প্রকাশ: ২২ মার্চ ২০২৩

---
কাজী নাফিস ফুয়াদ প্রতিনিধিঃ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক মুজিব শতবর্ষ উপলক্ষে আশ্রয়ন প্রকল্প-২ এর চতুর্থ পর্যায় কালকিনিতে ৫৪টি ও ডাসারে ৩৩ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদানের মাধ্যমে মাদারীপুর জেলার কালকিনি ও ডাসার উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন ঘোষনা করলেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষনা করেন। পরে প্রধানমন্ত্রীর পক্ষে কালকিনি উপজেলা নিবার্হী কর্মকর্তা পিংকি সাহা ও ডাসার উপজেলার নিবার্হী কর্মকর্তা শারমীন ইয়াছমীন এ সমস্ত উপকারভোগীদের হাতে দুই শতাংশ জমির দলিলসহ গৃহ হস্তান্তর করেন। এ হস্তান্তরের মাধ্যমে কালকিনি ও ডাসার উপজেলায় মোট ১৪৩ টি পরিবার নতুন ঠিকানা পাওয়ার মধ্যেদিয়ে ভূমি ও গৃহহীন ঘোষনা করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সরকারি শেখ হাসিনা উইমেন্স কলেজের অধ্যক্ষ জাকিয়া সুলতানা, ডাসার উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সোনীয়া চৌধুরী,ভারপ্রাপ্ত সমাজ সেবা কর্মকর্তা মশিউর রহমান,ডাসার থানার এসআই ওলিয়ার রহমান,ডাসার ইউপি চেয়ারম্যান রেজাউল করিম ভাসাই,নবগ্রাম ইউপি চেয়ারম্যান দুলাল তালুকদার,ইউপি সচিব,সহকারি ভূমি কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon