শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪
 

পাথরঘাটার বিআরটিসি দূর্ঘটনায় সুপারভাইজার সহ নিহত-২

মাহবুবুর রহমান জিসান
প্রকাশ: ২৪ মার্চ ২০২৩

---

অমল তালুকদার,স্টাফ রিপোর্টার,পাথরঘাটা(বরগুনা)
পিরোজপুরে ভান্ডারিয়া সীমান্ত এলাকা বরিশাল-পাথরঘাটা রুটের রাজাপুরের কানুদাসকাঠী গ্রামে বিআরটিসি’র একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনা কবলিত হয়ে দুইজন নিহত হয়েছে।

শুক্রবার সকাল সোয়া ৯ টার দিকে এ দূর্ঘটনায় বাসের সুপার ভাইজার ও এক যাত্রী মারা গেছে। নিহত সুপার ভাইজারের নাম মেহেদী হাসান (৪০) বরিশালের জিয়া সড়কের আব্দুর রশিদ মৃধার ছেলে এবং নিহত অন্য যাত্রী পারভেজ একটি ঔষধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি। তার বাড়িও বরিশালে। এ ঘটনায় বাসের কমপক্ষে ২৫ যাত্রী আহত হয়েছে। এদের মধ্যে ১৩ জনকে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। সেখান থেকে গুরুতর আহত বাসের চালক বরিশালের আব্দুর রজ্জাক মোল্লার ছেলে আবু মোল্লা (৪০), বামনা উপজেলার জিয়াউল হক (৪৫) ও স্ত্রী সাথী বেগম (৩৩), বরিশালের রুপাতলী এলাকার আঃ সছত্তার হাওলাদারের ছেলে মন্টু হাওলাদার (৫৫) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। অন্য আহত ঝালকাঠী জেলার কুদরত আলীর ছেলে এ্যাডভোকেট শহিদুল ইসলাম, ভান্ডারিয়ার রুহুল আমীন (৪০), আমুয়ার মজিবুর রহমানের স্ত্রী জাহানারা বেগম (৫৫), পাথরঘাটা কার্তিক চন্দ্রের ছেলে আমল দেবনাথ (৫০), শাসমুল হকের ছেলে মোঃ কবির মোল্লা (৩৫), কাকচিরা মুক্তার জোমাদ্দারের স্ত্রী ইমু বেগম, পাথরঘাটার অমল দেবনাথের স্ত্রী রীতা দেবনাথ, পটুয়াখালীর মনিরুল ইসলামারে স্ত্রী তানজিলা বেগম (৩১) কে ভান্ডারিয়া স্বাস্থ্য ককপ্লেক্সে ভর্তী করা হয়েছে।

বাসের যাত্রীরা জানান, সকাল ৮ টার দিকে বরিশাল থেকে বিআরটিসি’র বাসটি যাত্রী নিয়ে বরগুনার পাথরঘাটার উদ্দেশ্যে ছেড়ে আসে। বাসটি কিছুদূর আসার পরই বাসের চালক সবুর মোল্লা ও সুপারভাইজার মেহেদী হাসান এর মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। এরপরই চালক বেপরোয়া গতিতে বাসটি চালাচ্ছিল।

দূর্ঘটনার ৫ মিনিট আগেও বেপরোয়া গতিতে বাসটি চালাচ্ছিল বলে জানান বাসের যাত্রী মোঃ জামাল শরীফ।

এরপরই বাসটি উপজেলার কানুদাসকাঠী গ্রামে রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খুঁটিতে আঘাত করে। এতে খুঁটিটি উপরে পরে। এরপর বাসটি সেখানে থাকা একটি চম্পল গাছে আঘাত করলে ঘটনাস্থলেই দুইজন মারা যায়। তবে এতে কোন পথচারী হতাহত হয়নি।

বাসের বেপরোয়া গতিতে যাত্রীরা খুবই শঙ্কিত ছিল বলে জানান বাসের আরেক যাত্রী রোজী জামাল।

খবর পেয়ে ভান্ডারিয়া ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে বলে জানান ভান্ডারিয়া ফায়ার স্টেশনের সাব-অফিসার আব্দুস সোবাহান।

ঘটনার সত্যতা স্বীকার করে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলক চন্দ্র রায় জানান, দূর্ঘটনায় দুই জন মারা গেছে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon