পাথরঘাটা প্রতিনিধি: বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের পশ্চিম ঘুটাবাছা গ্রামের মোঃ হাবিবুর রহমান(৭৫) নামে এক বৃদ্ধে রহস্যজনক মৃত্যু হয়। ঐ মরদেহ একই এলাকার নজু উদ্দিন হাওলাদারের বাড়ির সামনের মাঠের ভিতরে পুকুর পাড় থেকে ২৬ মার্চ রোজ রবিবার রাত সাড়ে এগার টার দিকে পাথরঘাটা থানা পুলিশ কর্তৃক উদ্ধার করা হয়। বিষয়টি পাথরঘাটা থানা ইনচার্জ মোঃ শাহআলম হাওলাদার নিশ্চিত করেন এবং তিনি জানান লাশ ময়নাতদন্তের জন্য বরগুনা জেলা মর্গে পাঠানো ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ঘটনাস্থলে গিয়ে জানা যায়, এই বৃদ্ধ দীর্ঘদিন ধরে ডগইয়ার্ঢমিস্ত্রী হিসাবে কাজ করে আসছিল। তিনি নদীতে মাছ ধরার জন্য ট্রলার কিনে, সে ট্রলারে ভাল লাভ না হওয়ায় দিন দিন ঋণগ্রস্ত হয়ে পড়। দ্বারদেনায় সর্বহার হয়ে যায়, তার কাছে অনেক মানুষে টাকা পেত, যার কারণে ভেঙে পড়ে, বিভিন্ন সময় সালিসি ব্যবস্থার সম্মুখীন হতে হতো। ছেলে জানান, তার বাবা গত কাল বিকালে বাড়ি থেকে বের হয়ে যায়। কিন্তু সন্ধ্যার পরেও বাড়ি ফিরেনি তখন খোঁজাখুঁজি শুরু হয়। একপর্যায়ে ছোট ছেলে মোঃ সাদ্দাম হোসেন খুঁজতে খুঁজতে একই এলাকার নজু উদ্দিন হাওলাদারের বাড়ির সামনের বিলের মাঝে পুকুর পাড় গেলে তার বাবার মরদেহ দেখতে পায়। ছেলে সন্দেহ করেন, তিনি স্ট্রোক করে মারা যেতে পারেন।
এদিকে পাথরঘাটা থানায় যোগাযোগ করা হলে, পাথরঘাটা ইনচার্জ ভারপ্রাপ্ত ইনচার্জ সাইফুর রহমান (তদন্ত) তিনি জানান আমাদের তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে, তদন্ত শেষে বলতে পারবো এখানে কি ঘটেছে
মন্তব্য