ফরিদপুর প্রতিনিধি-
ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার বালিয়াডাঙ্গী (হিন্দু)গ্রামের মৃত মো:মদন বেপারীর পুত্র
মো: মনিরুজ্জামান পান্নু (৪২) এর উপর বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে। তিনি ন্যাশনাল ক্রাইম নিউজ এজেন্সির ( এনসিএনএ)সাংবাদিক এবং জাতীয় সাংবাদিক সংস্থার সদস্য।
জানা জায়, গত ১৮ মার্চ শনিবার দুপুর আনুমানিক ২ টার সময় মোঃ মনিরুজ্জামান পান্নু চরভদ্রাসন বাজারে মো:মজিবর মোল্লার ঔষধের ফার্মেসীতে বসা ছিলেন। হঠাৎ বাদুল্যা মাতুব্বরের ডাঙ্গী (বিএমডাঙ্গী)গ্রামের মৃত ছন্দু মোল্লার পুত্র আনছার মোল্লা ও রেজাউল মোল্লার নেতৃত্বে ৪/৫ জন মিলে,, সাংবাদিক মো: মনিরুজ্জামান পান্নুর উপরে হামলা চালায়। এ সময় একদল হামলাকারী পিছন থেকে এসে তাকে গালিগালাজ করতে থাকে। পান্নু তাদের গালি গালাজ করতে নিষেধ করলে ক্ষিপ্ত হয়ে চর থাপ্পড় ও লাথি মেরে তাকে মাটিতে ফেলে দেয়। এসময় পান্নুর আত্ম চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা তাকে হত্যার হুমকি দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে সটকে পড়েন। পরে স্থানীয়রা পান্নুকে উদ্ধার করে নিয়ে, একটি স্থানীয় ফার্মেসির দোকানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ছেড়ে দেয়।
এদিকে মনিরুজ্জামান পান্নু এ ঘটনায় চরভদ্রাসন থানায় আনছার মোল্লা ও উক্ত হামলায় অংশগ্রহণকারিদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
তিনি গণমাধ্যমকে বলেন, “আমার ক্রয়কৃত সম্পত্তি খাজনা খারিজ মিউটেশন সব আমার নামে এবং ১০ বছর যাবৎ আমার দখলে আছে। এ বছর (২০২৩) ইং সালে অভিযুক্তরা আমার ফসল তুলে নিয়ে যায়। এর পরও আমি কিছু বলি নাই। ঘটনার দিন স্থানীয় প্রভাবশালী গিয়াস মোল্লা তার মুটোফোনে আমার অবস্থান কোথায় তা জানতে চান। আমার অবস্থান জানার মাত্র ১০ মিনিটের মধ্যে অভিযুক্ত ৪ জন ফিল্মি স্টাইলে রিক্সায় করে লাঠি নিয়ে আসে। এবং আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে চর থাপ্পড় মারে।বাজারের লোকজন তাদের বাধা দেয়।পরে আমি কোন উপায় না পেয়ে থানায় অভিযোগ করি। অভিযোগ করার পরের দিন অভিযুক্ত কাওছার মোল্লা সহ আরো কয়েকজন মোবাইলে হুমকি দিয়ে বলে তুই যেখানে থাকস সেখান থেকে তোকে তুলে আনবো।অতঃপর রাজ্জাকের মতো পরিণাম হবে তোর।
অভিযোগের বিষয়ে জানতে কাওছার মোল্লার সাথে যোগাযোগ করলে, ওই প্রতিবেদকের সাথে
প্রচন্ড খারাপ ব্যবহার করে , বলে তোদের মত সাংবাদিক যা করতে পারোস কর, সত্য না জেনে
তোরা টাকার বিনিময়ে রিপোর্ট করস,, আরেক অভিযুক্ত রেজাউল মোল্লার সাথে যোগাযোগ করলে বলেন, পান্নুকে মারছি আরো মারবো এবং ওকে চরভদ্রাসনে ঢুকতে দেবো না।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে চরভদ্রাসন থানার
অফিসার ইনচার্জ সেলিম রেজা বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।।।।।
মন্তব্য