বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নেত্রকোনা জেলা থেকে আগত শিক্ষার্থীদের আঞ্চলিক সংগঠন নেত্রকোনা স্টুডেন্ট অ্যাসোশিয়েশন কর্তৃক আয়োজিত হয়েছে ইফতার ও মাহফিল। গতকাল বিশ্ববিদ্যালয়টির কেন্দ্রীয় লাইব্রেরি ভবনের তৃতীয় তলায় সংরক্ষিত একটি ফ্লোরে আয়োজন করা হয়েছে এই ইফতার। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য রোটারিয়ান আতাউর রহমান খান আঁখির, বিশ্ববিদ্যালয়টির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট মাসুম হাওলাদার ও অন্যন্যা বিভাগের শিক্ষক সহ সংগঠনটির সভাপতি সুস্মিতা সরকার পিউ,ও সাধারণ সম্পাদক শাকিল খান হৃদয়। মূলত নিজেদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে মসৃণ জায়গা তৈরি করার লক্ষ্যেই আঞ্চলিক সংগঠন গুলো কাজ করে থাকে। তাছাড়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সেচ্ছাসেবী কাজে নিজেদের অবস্থান জানান দেয়।
মন্তব্য