সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
 

ডয়চে ভেলেতে প্রকাশিত ডেথ স্কোয়াডের বিষয়টি খতিয়ে দেখতে চায় যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৭ এপ্রিল ২০২৩

---
মাজহারুল হাসান রাকিব, যুক্তরাজ্য প্রতিনিধি:

বাংলাদেশ ব়্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের বিরুদ্ধে ডেথ স্কোয়াড গঠন করে মানবাধিকার লংঘনের নতুন যে অভিযোগ উঠেছে তা সতর্কতার সঙ্গে খতিয়ে দেখবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফ্রিংয়ে ব়্যাবের মানবাধিকার লংঘন নিয়ে সম্প্রতি জার্মানভিত্তিক ডয়চে ভেলে এবং সুইডেনভিত্তিক নেত্র নিউজের যৌথ অনুসন্ধানি ডকুমেন্টারি প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্টেট ডিপার্টমেন্টের প্রধান উপমুখপাত্র ভেদান্ত প্যাটেল।

ভেদান্ত প্যাটেল জানান পুরো ডকুমেন্টারি এবং রিপোর্টটি তারা সতর্কতার সঙ্গে খতিয়ে দেখবেন।

ডয়চে ভেলে এবং নেত্র নিউজের যৌথ অনুসন্ধানি রিপোর্ট ‘ডেথ স্কোয়াড’: ব়্যাবের ভেতরের কথা- প্রকাশিত হওয়ার পরপরই রিপোর্টটি নিয়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। দুই হুইসেলব্লোয়ার বর্ণনা দিয়েছেন বাহিনীটির দ্বারা সংঘটিত লোমহর্ষক মানবাধিকার লংঘনের ঘটনাগুলো। সেদিকে ইঙ্গিত করে ব্রিফ্রিংয়ে স্টেট ডিপার্টমেন্ট সংবাদদাতা মুশফিকুল ফজল আনসারী জানতে চান, “সম্প্রতি জার্মানভিত্তিক ডয়চে ভেলে এবং সুইডেনভিত্তিক নেত্র নিউজ তাদের এক যৌথ অনুসন্ধানি ডকুমেন্টারিতে বলেছে বাংলাদেশের এলিট বাহিনী ব়্যাব বিচারবর্হিভূত এবং রাজনৈতিক হত্যাকান্ড ঘটিয়েছে। এই প্রথম ব়্যাবে কাজ করা দুই সদস্য হুইসেলব্লোয়ার হিসেবে বাহিনীটির ‘ডেথ স্কোয়াডে’র ভিতরের কর্মকান্ড নিয়ে মুখ খুলেছেন।

উল্লেখ্য, গত ৩ এপ্রিল ‘ডেথ স্কোয়াড’: ব়্যাবের ভেতরের কথা-এই শিরোনামে একটি রিপোর্ট প্রকাশ করে ডয়চে ভেলে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon