সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫
 

জবিস্থ বরিশাল জেলা ছাত্রকল্যাণের নবীন বরণ ও ইফতার

ক্যাম্পাস
প্রকাশ: ৮ এপ্রিল ২০২৩

---

জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে অধ্যয়নরত বরিশাল জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘বরিশাল জেলা ছাত্রকল্যাণ পরিষদ’-এর উদ্যোগে নবীন বরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি মো. সাইদুল ইসলাম সাঈদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম হিমুর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন খসরু, জবি শাখা ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহিম ফরাজী, সাধারণ সম্পাদক এসএম আকতার হোসাইন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি তানভীর আহমেদ সিদ্দিকী, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এসআই সোহেল রানা ও সাবেক ছাত্রনেতা এইসএম কিবরিয়া।

বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন খসরু বলেন, আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় বরিশাল জেলা ছাত্র কল্যাণ পরিষদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি এবং ছাত্র-ছাত্রীদের যে কোন প্রয়োজনে, সংকটে, সমস্যায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে পাশে থাকবো ইনশাআল্লাহ।

সভাপতির বক্তব্যে মো. সাইদুল ইসলাম সাঈদ বলেন, আমরা নবীনদের এক হাতে গোলাপ ও রজনীগন্ধা এবং অন্য হাতে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থ তুলে দেওয়ার মাধ্যমে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলাম।
আমরা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট শিক্ষার্থী গড়ার প্রত্যয়ে বরিশাল জেলা ছাত্র কল্যাণ পরিষদের ব্যানারে কাজ করতে অঙ্গীকারবদ্ধ। শুধু বরিশাল নয়, বিশ্ববিদ্যালয়ের যেকোনো এলাকার শিক্ষার্থীদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করছি।

অনুষ্ঠানে বরিশাল জেলা থেকে আগত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ভর্তিকৃত প্রায় শতাধিক নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
পরে নবীন শিক্ষার্থীদের হাতে বঙ্গবন্ধুর লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থ তুলে দেওয়া হয়।
এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে অধ্যয়নরত বরিশাল জেলার শিক্ষার্থীরা ছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মী ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon