শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪
 

জামালপুরে সাতসকালেই সড়কে ঝড়ল ০৩ প্রাণ

মাহবুবুর রহমান জিসান
প্রকাশ: ৯ এপ্রিল ২০২৩

---
রুমান শাহরিয়ার, জামালপুর জেলা প্রতিনিধিঃ
জামালপুরের মেলান্দহ উপজেলায় ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন।

রবিবার(০৯ই এপ্রিল) সকাল আনুমানিক ০৬টা ৪৫মিনিটে উপজেলার মেলান্দহ বেতমারী ঈদগাহ মাঠ সংলগ্ন (জামালপুর -দেওয়ানগঞ্জ সড়কে ) এ হতাহতের ঘটনা ঘটে।

এসময় স্থানীয় বাসিন্দারা জানান, পিকআপ ভ্যানটি দেওয়ানগঞ্জের দিকে যাচ্ছিলো এবং বিপরীতমুখী থেকে আসা জামালপুর গামী ট্রাক(ঢাঃমেঃঠ-১১-২৯৯৪ ) এর মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দু’জন নিহত ও একজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকেও কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন,শহরের সদর উপজেলার বিয়ারু গ্রামের পলাশ ঘর এলাকার আবুল করিমের ছেলে শাহ্ আলম(৩৫), কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার নারিকেল বাড়ি এলাকার চঞ্চল বর্মণ(২৭) ও গাড়ি চালক জামালপুর সদর উপজেলার নান্দিনার শ্রীপুর এলাকার কাজল মিয়া(৩৫)। তাঁরা সবাই বেসরকারি প্রতিষ্ঠান গ্রামীণব্যাংক এর জামালপুর জেলার টিউবওয়েলপাড় শাখায় কর্মরত ছিলেন।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) দেলোয়ার হোসেন যুগের কণ্ঠস্বরকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ট্রাক(ঢাঃমেঃঠ-১১-২৯৯৪ ) ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষের র্ঘটনায় শাহ আলম(৩৫),চঞ্চল বর্মণ(২৭) ও পিকআপ ভ্যান চালক কাজল(৩৫) নিহত হন।

এছাড়াও তিনি আরও জানান, সবার মরদেহই মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মর্গে পাঠানো হয়েছে। ট্রাক ও পিকআপ ভ্যান দুটি বর্তমানে পুলিশি হেফাজতে আছে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon