শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪
 

জামালপুরে গৃহবধুকে চেয়ারে বেঁধে নির্যাতন

মাহবুবুর রহমান জিসান
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৩

---

রুমান শাহরিয়ার, জামালপুর জেলা প্রতিনিধিঃ
জামালপুরের সরিষাবাড়ীতে রত্না বেগম(৩০) নামে এক গৃহবধুকে চেয়ারে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে।

সোমবার(১০ই এপ্রিল) মধ্যরাতে মহাদান ইউনিয়নের কদুলা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রত্না বেগমের বড়ভাই সাইদুর রহমান সাজু বাদী হয়ে গতকাল মঙ্গলবার বিকেলে সরিষাবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মহাদান ইউনিয়নের কুদুলা গ্রামের মফিজ উদ্দিনের ছেলে মজিবর রহমানের সাথে ১৬ বছর পূর্বে একই ইউনিয়নের উচ্চ গ্রাম এলাকার মমতাজ উদ্দিনের মেয়ে রত্না আক্তার বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সাংসারিক জীবনে ওই দম্পতি তিথি(১৫) ও মাহিন(১১) দুই সন্তানের জন্ম দেন। গত বছরের মাঝামাঝি সময়ে স্বামী মজিবর রহমান অন্য একটি মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে পড়লে মজিবর-রত্না দম্পতির মধ্যে কলহের সৃষ্টি হয়। একপর্যায়ে রত্না বেগম বাপের বাড়িতে চলে যান। যার সুযোগ নিয়ে ৪দিন আগে আরেকটি মেয়েকে বিয়ে করে ঘরে তুলেন মজিবর রহমান। খবর পেয়ে স্বামীর বাড়ীতে খোঁজ নিতে এলে মজিবরের পরিবারের লোকজন তাকে দফায় দফায় নির্যাতন শুরু করে। একপর্যায়ে মজিবর তার বাবা মফিজ মণ্ডল,মা মালেকা বেগম ও ভাই আলতাফসহ ১০-১৫ জন মিলে তাকে চেয়ারে বেঁধে শারীরিক নির্যাতন শুরু করে।

এসময় রত্না বেগমের ডাক-চিৎকারে আশপাশের লোকজন ঘটনা আঁচ করতে পেরে স্থানীয় চৌকিদার ও পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রত্না বেগমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এঘটনার আগেও স্বামী মজিবর রহমান তাকে বিষ প্রয়োগে হত্যাচেষ্টা করেন বলে অভিযোগ করে ওই ভুক্তোভোগী গৃহবধূ দৈনিক যুগের কণ্ঠস্বরকে জানান, আমি আমার বাবার বাড়িতে থাকা অবস্থায় জানতে পারি আমার স্বামী মজিবর অন্য আরেকজন মেয়েকে চার দিন আগে বিয়ে করেছেন। খবর পেয়ে আমি শশুরবাড়িতে খোঁজ নিতে গেলে তারা সবাই আমার উপর ক্ষিপ্ত হয়ে চেয়ারে বেঁধে রাতভর নির্যাতন করেন।

এবিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মহাব্বত কবীর যুগের কণ্ঠস্বরকে জানান, স্থানীয়দের ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে নির্যাতিতা গৃহবধূ রত্নাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। তবে রত্নাকে আমরা চেয়ারে বাঁধা অবস্থায় পায়নি। মামলা হলে তদন্ত সাপেক্ষে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon