শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪
 

ময়মনসিংহের ফুলপুরে ১লা বৈশাখ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়

মাহবুবুর রহমান জিসান
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৩

---
ফুলপুর(ময়মনসিংহ)প্রতিনিধি
উদয় সরকার

ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলায় প্রশাসনের উদ্যোগে ঋতুরাজ বসন্তের উদাস হাওয়া স্বাগত জানিয়েছে বৈশাখের ঝড়ো হাওয়াকে।‘এসো হে বৈশাখ, এসো হে এসো। সারাদেশের ন্যায় ফুলপুর উপজেলা প্রশাসনের আয়োজন ১৪৩০ বাংলা নববর্ষ ও পহেলা বৈশাখ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান প্রানের উৎসব পহেলা বৈশাখ। সূর্যের নতুন আলোর সঙ্গে এসেছে নতুন বছর, বঙ্গাব্দ ১৪৩০। নতুন বছরকে স্বাগত জানাতে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে ফুলপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আজ সকাল ১০ টায় উপজেলা চত্বর থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শুক্রবার (১৪ এপ্রিল ২০২৩ইং) সকালে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে বাংলা নববর্ষ উদযাপনের সূচনা করা হয়।

বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বর হতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। মঙ্গল শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে বর্ষবরণ উপলক্ষে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসার এম.সাজ্জাদুল হাসান ইউএনও মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আতাউল করিম (রাসেল),ফুলপুর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যাপক হাবিবুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) অমিত রায়, ফুলপুর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল্লাহ আল মামুন ও তদন্ত ওসি বন্দে আলী, সেকেন্ড অফিসার মেহেদী হাসান সুমন, সমাজ সেবা অফিসার শিহাব উদ্দিন সহ অনান্য অফিসার বৃন্দ।আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বাতেন সরকার, ফুলপুর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কামাল হোসেন সহ বিভিন্ন শ্রেণির পেশাজীবি মানুষ সমূহ।ফুলপুর উপজেলার কর্মরত প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ। বিভিন্ন স্কুল কলেজের কিশোর-কিশোরী শিক্ষার্থীবৃন্দ।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon