বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
 

দেড় শতাধিক মাঝিকে ঈদ উপহার দিলো জবিস্থ নটরডেমিয়ানস সোসাইটি

মাহবুবুর রহমান জিসান
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৩

---

জবি প্রতিনিধি
সকলের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে দেড় শতাধিক মাঝির মধ্যে ঈদ উপহার বিতরণ করেছে নটরডেমিয়ানস সোসাইটি অব জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

শনিবার (১৫ এপ্রিল) জবিস্থ নটরডেমিয়ানস সোসাইটির উপদেষ্টা এন আই সৈকত ও মামুন ভূঁইয়ার উপস্থিতিতে ‘১ টাকায় হাসি ছড়াই’ কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ফটকে ঈদ উপহার বিতরণ করেন তারা।

জবিস্থ নটরডেমিয়ানস সোসাইটির উপদেষ্টা এন আই আহমেদ সৈকত বলেন, আমরা নটরডেমিয়ানস সোসাইটি অব জবি, অসহায় মানুষদের পাশে থাকার সব সময় চেষ্টা করি এবং এই ধারা আজীবন অব্যাহত থাকবে ।

সংগঠনটির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান বলেন, ঈদের আনন্দ সকলের মধ্যে ভাগাভাগি করার লক্ষ্যে সমাজের কিছু সংখ্যক মানুষের মধ্যে ঈদ উপহার পৌঁছে দিয়েছি। যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এ কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করেছে সকলের প্রতি কৃতজ্ঞতা ।

উল্লেখ্য, এই কর্মসূচির অংশ হিসেবে এর আগে গত ৩১শে মার্চ ও ৭ই এপ্রিল রোজারদের মধ্যে ইফতার বিতরণ করে জবিস্থ নটরডেমিয়ানস সোসাইটি।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon