রুমান শাহরিয়ার, জামালপুর জেলা প্রতিনিধিঃ-
জামালপুরের মেলান্দহে প্রথম দিনের এসএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় তিন শিক্ষার্থীকে বহিষ্কার করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট ।
রবিবার দুপুর ১২টায় মেলান্দহ উমির উদ্দিন উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে বাংলা বিষয়ের পরীক্ষা চলাকালে তাদের বহিষ্কার করা হয়।
বহিষ্কৃত তিনজনের মধ্যে দুজন মেলান্দহ উমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, অপরজন শিহাটা গমিজ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। তারা তিনজনই ভোকেশনাল শাখার শিক্ষার্থী।
মেলান্দহ একাডেমিক সুপার ভাইজার আশরাফুল আলম দৈনিক যুগের কণ্ঠস্বরকে জানান, তাদের তিনজনকে এ বছরের পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম মিঞা দৈনিক যুগের কণ্ঠস্বরকে মুঠোফোনে জানান,বোর্ড পরীক্ষার নিয়ম-কানুন ভঙ্গ করে অসদুপায় অবলম্বন করার দায়ে তাদের তিনজনকে বহিষ্কার করা হয়েছে।
মন্তব্য