ফজলে রাব্বি, বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের আহ্বানে সাড়া দিয়ে কৃষকের ধান কেটে দিয়েছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(বশেমুরবিপ্রবি) ছাত্রলীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা ও বাংলাদেশ ছাত্রলীগ এর ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গত কয়েকদিন ধরে গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে ধান কেটেছেন বশেমুরবিপ্রবি ছাত্রলীগের নেতাকর্মীরা।
গোপালগঞ্জ সদর উপজেলার সোনাকুড়ে ভানু নামের কৃষাণীর ১৫ কাঠা জমির ধান কেটে দিয়েছেন বশেমুরবিপ্রবি ছাত্রলীগের পদপ্রত্যাশী এস.এম.মাহ্দী হাসান (রাসা) এর নেতৃত্বে ছাত্রলীগ নেতাকর্মীরা, গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের একজন কৃষকের ১৩ কাঠা জমির ধান কেটে দেয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পদপ্রত্যাশী মেহেদী হাসান প্রান্তু, রাইয়ান ইসলাম ইমন ও দিগন্ত লষ্করের নেতৃত্বে ছাত্রলীগ নেতাকর্মীরা, ঝিনাইদহ জেলার নতুন কোর্ট এলাকায় ইনছান আলীর দুই বিঘা জমির ধান কেটেছেন বশেমুরবিপ্রবি ছাত্রলীগের পদপ্রত্যাশী সাহেদুল ইসলাম।
এ বিষয়ে এস.এম.মাহ্দী হাসান (রাসা) বলেন, “জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা আপার নির্দেশে কেন্দ্রীয় ছাত্রলীগের সংগ্রামী সভাপতি সাদ্দাম হোসাইন ভাই এবং শেখ ইনান ভাইয়ের দিকনির্দেশনায় কৃষকের ধান কেটে তাদের পাশে থেকেছি, সামনে আরো ধান কেটে দিবো ইনশাআল্লাহ কৃষকের প্রয়োজনে।”
বশেমুরবিপ্রবি ছাত্রলীগ কর্মী শেখ মেহেদী হাসান প্রান্ত বলেন,”বাংলাদেশ ছাত্রলীগের অভিভাবক জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা ও বাংলাদেশ ছাত্রলীগ কর্তৃক ঘোষিত কর্মসূচি সফল করার লক্ষ্যে আমরা বশেমুরবিপ্রবি ছাত্রলীগ ধানক্ষেতে এসেছি একজন কৃষকের ধান কেটে দেওয়ার উদ্দেশ্যে। আমাদের কৃষিবান্ধব নেত্রী শেখ হাসিনার রুপকল্প ২০৪০ বাস্তবায়নে অদম্য সারথী হয়ে কাজ করবে বশেমুরবিপ্রবি ছাত্রলীগ।শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে প্রতিটি অঙ্গনে ইতিবাচকতার ছোঁয়া দিয়ে যাবে বশেমুরবিপ্রবি ছাত্রলীগ।”
ছাত্রলীগ কর্মী সাহেদুল ইসলাম বলেন,”কৃষি বিপ্লবের চলমান যাত্রায় বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশে নিজেদের সম্পৃক্ত করার মধ্যে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে পারা এক সীমাহীন আনন্দ। আমরা প্রত্যয়ের অনুকম্পা ভরসা পাচ্ছে প্রান্তিক কৃষক,আমরা ছাত্রলীগ বঙ্গবন্ধু তনয়ার ভ্যানগার্ড, প্রগতির সেবায় শক্ত যোজক।”
উল্লেখ্য,২৪ এপ্রিল কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে কৃষকের বোরো ধান কেটে দেওয়ার আহ্বান জানান।
কেন্দ্রীয় ছাত্রলীগের ধান কাটার আহ্বান সাড়া দিয়ে দেশজুড়ে ধান কাটার উৎসবে রূপ নিয়েছে। ছাত্রলীগের এমন কর্মসূচিতে খুশি কৃষকেরা।
মন্তব্য