পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের পশ্চিম ঝালিয়াঘাটা এলাকার কথিত সাংবাদিক শামিম ওরফে সেতুর মিথ্যা মামলা ও হয়রানীতে অতিষ্ঠ হয়ে পরেছে। তার দেয়া মামলা থেকে রেহাই পায়নি শিশুসহ বৃদ্ধরাও। তার বিরুদ্ধে যেই কথা বলে তাকেই মাদক, চাদাবাজীসহ বিভিন্ন মামলা দিয়ে হয়রানী করে। এঘটনায় ওই গ্রামবাসী অতিষ্ট হয়ে প্রধানমন্ত্রী বরাবর লিখিত অভিযোগ করেছেন গ্রামবাসী। এছাড়াও শামিম ওরফে সেতুর হাত থেকে বাচতে প্রায় ৫ শতাধীক লোক একত্রিত হয়ে মঙ্গলবার সকাল ১০ টার সময় মানববন্ধন করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য ফারুক হোসেন সেন্টু
অভিযুক্ত শামিম ওরফে সেতু একই এলাকার কারী আব্দুল খালেক এর ছেলে।
মানবন্ধনে স্থানীয় ওয়ার্ড আ.লীগের সভাপতি মোঃ আলমগীর হোসেন, সৌদি প্রবাসী জামাল হোসেন, নুরুল ইসলাম, সেলিনা, শায়লা আফরোজ, পারভিনসহ একাধীক ব্যাক্তি বলেন, এই এলাকায় শামীমের নামে শিশু, নরী ও বৃদ্ধসহ সকলের বিভিন্ন অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে কোন ব্যাক্তি কথা বললেই তাকে মামলা দিয়ে হয়রানি করে। এমনকি এক লোকের নামে ৭ টি পর্যন্ত মামলা করে হয়রানী করেছে। তবে তার করা কোন মামলাই সত্য প্রমাণিত হয়নি বলেও জানান তারা। তারা আরো জানান মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি করতে নিষেধ করায় এই এলাকার জহির আলীম তাপস নামের এক ব্যাক্তির বিরুদ্ধেও মিথ্যা মামলা দিয়েছে।
স্থানীয় জহির আলীম তাপস বলেন, আমি শুধুমাত্র শামীমের অন্যায় কাজে বাঁধা দিয়েছি বলে আমাকে নিয়ে গত ৬ এপ্রিল কিছু পত্রিকায় ষড়যন্ত্র মূলক মিথ্যা নিউজ করেছে, এবং আমার নামে একটি মামলাও দিয়েছে। আমরা এলাকাবাসী শামিমের এহেন হয়রানী থেকে মুক্তি চাই।
স্থানীয় ইউপি সদস্য ফারুক হোসেন সেন্টু ঘটনার সত্যতা নিশ্চিৎ করে জানান, শামিম ছোট বেলা থেকেই দুষ্ট প্রকৃতির লোক ছিল তাই ছোট বেলায়ই তাকে তার গ্রাম ছারতে হয়েছে। বর্তমান সময়ে গ্রামে এসে একই ভাবে সাধারন মানুষের সাথে আচারন করে আসছে। সে এই এলাকায় প্রভাব বিস্থার করে থাকতে চায়, তার বিরুদ্ধে যেই কথা বলে তাকেই মাদক মামলা বা অন্য কোন মামলা দিয়ে হয়রানী করে আসছে। তার হাত থেকে শিশু, মহিলা ও বৃদ্ধসহ কেউ বাদ পরছেনা। এর এটি সুষ্ঠ সমাধান হওয়া উচিৎ।
এ ব্যাপারে অভিযুক্ত শামিম আহমেদ ওরফে সেতুর মুঠোফোনে (০১৭১১১১১১৩৭) একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. সাইফুজ্জামান জানান, মানববন্ধনের বিষয়টি জেনেছি।খোজ খবর নিয়ে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যাবস্থা নেয়া হবে।
মন্তব্য