সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫
 

বঙ্গবন্ধুর সমাধিতে বুটেক্সের নবনিযুক্ত উপাচার্যের শ্রদ্ধা

ক্যাম্পাস
প্রকাশ: ৩ মে ২০২৩

---

—মো:ফজলুল করিম ফাহিম
বুটেক্স প্রতিনিধি

আজ বুধবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শাহ আলীমুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।

এর আগে গতকাল মঙ্গলবার (২ মে) উপাচার্যের প্রথম কর্মদিবসে ধানমন্ডি-৩২-এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে এবং সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী, কর্মকর্তা, কর্মচারী এবং বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি ও ছাত্রলীগের প্রতিনিধি।

উল্লেখ্য, অধ্যাপক ড. শাহ আলীমুজ্জামান আগে উপাচার্য পদে রুটিন দায়িত্বে ছিলেন। গত ৩০ এপ্রিল তিনি স্থায়ী পদে নিযুক্ত হন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon