সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫
 

সচেতন ছাত্র সমাজ’-এর নেতৃত্বে মাফিদুল ও ইমরান

ক্যাম্পাস
প্রকাশ: ৪ মে ২০২৩

---

—মো.ফজলুল করিম ফাহিম
বুটেক্স প্রতিনিধি

সিরাজগঞ্জ জেলার চৌহালি উপজেলার স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে গঠিত অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘সচেতন ছাত্র সমাজ’-এর পঞ্চমবারের মতো কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। গতকাল বুধবার (৩ মে) গঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মো: মাফিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ইমরান খান ফাহিম।

২০১৫ সালে যাত্রা শুরু করা ‘সচেতন ছাত্র সমাজ’ সংগঠনটি মানবসেবায় নিয়োজিত থেকে গ্রামের গরীব-মেধাবী শিক্ষার্থীদেরকে শিক্ষাবৃত্তিসহ তাদের মেধা বিকাশের জন্য বিভিন্ন শিক্ষামূলক অনুষ্ঠানের পাশাপাশি গ্রামের প্রত্যন্ত অঞ্চলে বিজ্ঞান ও গণিত অলিম্পিয়াডের আয়োজন করে। তাছাড়া স্বাস্থ্যসেবা বিষয়ক ক্যাম্পেইন ও ব্লাড ম্যানেজসহ গ্রামের হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণের আয়োজন করে।

এবারের এগারোজনের কমিটিতে সহ-সভাপতি হন সাবিত আল নোমান(এনএমসিএনসি) ও আব্দুল্লাহ আল মামুন(সরকারি তিতুমীর কলেজ), যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন ইসমাইল হোসাইন(বুয়েট ) ও পিয়ারুল(বশেমুরকৃবি), সাংগঠনিক সম্পাদক হয়েছেন হাবিব (উত্তরা ইঞ্জিনিয়ারিং কলেজ), রাকিবুল বাপ্পি(ঢাবি), সায়মন(আইইউবিএটি), অর্থ সম্পাদক হয়েছেন এসএম সুজন(সৃষ্টি কলেজ) এবং শিক্ষা সম্পাদক হয়েছেন আলিফ লায়লা(সরকারি দেবেন্দ্র কলেজ)।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon