—বুটেক্স প্রতিনিধি
আগামী ৮ থেকে ১৪ জুন ইতালির মিলান শহরের Fiera Milano Rho সেন্টারে অনুষ্ঠিত হবে টেক্সটাইল ও গার্মেন্টস প্রযুক্তির প্রদর্শনী। সেখানে অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. মাইনুল ইসলাম, ফারিয়া তাসনিম ও অভিষেক দাস। তারা বিনামূল্যে ইতালিতে ভ্রমণ ও পর্যবেক্ষনের সুযোগ পাবেন।
প্রদর্শনীর জন্য তিনজন শিক্ষার্থী বাছাইয়ে গত ৭ মার্চ শিক্ষার্থীদের মাঝে একটি গবেষণা প্রতিযোগিতার আয়োজন করা হয়। যার ফলাফল গতকাল ৯ মে প্রকাশিত হয়। উক্ত প্রতিযোগিতায় টেক্সটাইল শিল্পে প্রযুক্তির অগ্রসরতা গুরুত্ব দেওয়া হয়।
প্রতিযোগিতায় অভিষেক দাস কর্তৃক দাখিলকৃত প্রজেক্ট দুইটির প্রথমটিতে সেন্সরের মাধ্যমে টেক্সটাইল শিল্পের সার্কুলার নিটিং মেশিনের ভাইব্রেশনের পরিবর্তন শনাক্ত করার মাধ্যমে মেশিনের সমস্যা নির্ধারণের ব্যবস্থা তুলে ধরা হয়েছে। দ্বিতীয় প্রজেক্টের মাধ্যমে একটি স্বয়ংক্রিয় যন্ত্র তৈরি করা হয়েছে যার মাধ্যে পানির বিভিন্ন স্থিতিমাপ যেমন অম্ল-ক্ষার সূচক, তাপমাত্রাসহ আরও অনেক কিছু নির্ণয় করতে পারে এবং তা ওয়েবসাইটে দেখাতে পারে। ফলাফল প্রয়োজনে মুঠোফোনে কিংবা ইমেইলে বার্তা পাঠাতে পারে।
ফারিয়া তাসনিম মজুমদার কর্তৃক দাখিলকৃত প্রজেক্টে একটি যন্ত্র তৈরি করা হয়েছে যা বাতাসের বিভিন্ন স্থিতিমাপ ও গ্যাসীয় পদার্থের ঘনত্ব মাপতে পারে। সেই সাথে সেসব মান ওয়েবসাইটে দেখাতে পারে।
মো: মাইনুল ইসলাম কর্তৃক দাখিলকৃত দুটি প্রজেক্টের প্রথমটিতে ডাই বাথের অম্ল-ক্ষার সূচক নিয়ন্ত্রণ করা হয়েছে স্বয়ংক্রিয়ভাবে রাসায়নিক পদার্থের সংমিশ্রণের মাধ্যমে। দ্বিতীয় প্রজেক্টে শব্দের তারতম্য নির্ণয়ের মাধ্যমে টেক্সটাইলে সার্কুলার নিটিং মেশিনের সমস্যা নিরূপণের জন্য যন্ত্র তৈরি করা হয়েছে।
মন্তব্য