রুমান শাহরিয়ার, জামালপুর জেলা প্রতিনিধিঃ-
জামালপুরের বকশীগঞ্জের সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর তালাকপ্রাপ্ত স্ত্রী সাবিনা ইয়াসমিন স্ত্রীর মর্যাদা ও শিশু সন্তানের পিতৃত্বের দাবিতে মানববন্ধন করেছে। সেই সাথে চেয়ারম্যান বাবু’র অব্যাহতির দাবিও জানান সাবিনা ইয়াসমিন।
মানববন্ধনে চেয়ারম্যানের তালাকপ্রাপ্ত স্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, ২০১০ সালে চেয়ারম্যান বাবু’র সাথে আমার বিয়ে হয়। পরে ২০১৮ সালে ছাড়াছাড়ি হয়ে যায়। ২০১৯ সালে পুনারায় বিয়ে হলে নিজ বাড়িতে না নিয়ে যৌতুকের জন্য নানা ধরনের শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছে।
সাবিনা আরও জানান, যৌতুক দিতে না পারায় গত ৮ মে আবার তালাক দেয়। তবে এখনও তালাকের কাগজ হাতে পাইনি।
মানববন্ধনে তিনি স্ত্রীর মর্যদা ও সন্তানের পিতৃত্ব দাবি করে জানান, আমি আমার স্বামী চাই, আমার সন্তানের বাবাকে চাই, এক সাথে সংসার করতে চাই।
সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল আলম বাবু বলেন, সাবিনা ইয়াসমিনকে বিয়ে করেছিলেন। কিন্তু বনিবনা না হওয়ায় তাকে তালাক দিয়েছি।
তিনি আরও বলেন, এখন সাবিনার করা মামলাটি আদালতে আছে। আদালত যে রায় দিবেন তিনি তা মেনে নিবেন। আর শিশুটি আমার সন্তান, তার সব ধরনের ভরণপোষণ করতে প্রস্তুত আছেন বলেন জানান তিনি।
মন্তব্য