গত ১৬,০৫,২০২৩ ইং তারিখে দৈনিক ইয়াদ পত্রিকায় প্রথম পৃষ্ঠায় দ্বিতীয় নিউজে তিন কলামে আমাকে জড়িয়ে বিভিন্ন পত্রিকা ও অনলাইনে, সাংবাদিক পরিচয় দিয়ে ট্রাফিক পুলিশ, ভূমি অফিস ,বিদ্যুৎ ও গ্যাস অফিসের চাঁদাবাজি ও ধান্দাবাজি করে বেড়ায় এক ভয়ংকর প্রতারক সাংবাদিক নামধারী তালহা’ এই শিরোনামে সংবাদটিতে , আমার দৃষ্টিগোচর হয়েছে । উক্ত সংবাদের শিরোনামহ ও বিষয়বস্তুতে আমাকে জড়িয়ে প্রকাশিত সংবাদটি মনগড়া, কাল্পনিক ভিত্তিহীন, মিথ্যে ও বানোয়াট। একটি কুচুক্তি মহল আমার সাংবাদিকতা জীবনের সাফল্য দেখে ঈর্ষান্বিত হয়ে আমাকে সমাজে হেয় প্রতিপন্ন বা আমার সুনাম চিরতরে নষ্ট করার জন্যে সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে আমার বিরুদ্ধে এই সংবাদটি প্রকাশ করেছেন।
প্রকৃত সত্য আমি কোনদিন অপসংবাদিকতা করিনি এবং কোনদিন মিথ্যার আশ্রয় নেয়নি এবং কোনো চাঁদাবাজির সাথে জড়িত নই অনেকে অবৈধ গ্যাস চালায় সেই সুবাদে কয়েকজন আমাকে ফোনে জানান যে কাশীপুর শান্তিনগর এলাকায় অবৈধ গ্যাসের ছড়াছড়ি তখন তাদের অনুরোধে আমি ঘটনাস্থলে যাই ঘটনাস্থলে গিয়ে আমি অবৈধ গ্যাস দেখতে পাই তাদেরকে জিজ্ঞাসা করিলে পরে তারা স্বীকার করে তিতাস কর্তৃপক্ষ আমাদেরকে এই গ্যাস দিয়েছে শুধু আমরা নয় আমাদের এলাকায় অনেকেই এইভাবে গ্যাস চালায় তখন আমি ওইখান বলে আসি আপনারা বৈধভাবে গ্যাস চালানোর ব্যবস্থা করুন ।
ট্রাফিক পুলিশের সাথে আমার সুসম্পর্ক প্রশাসনিক সবার সাথে আমার সুসম্পর্ক তাদের সাথে আমার কোন অন্ত দ্বন্দ্ব নাই এবং কোন সাংবাদিকের সাথেও আমার কোন অন্ত দ্বন্দ্ব নাই , তারপরেও একটি স্বার্থ নিশি মহল আমার বিরুদ্ধে বিভিন্ন ভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে, তাই সাংবাদিকদেরকে আমি অনুরোধ করছি সংবাদ করার পূর্বে সংবাদের সততা যাচাই করে প্রকাশ করবেন ,অন্যথায় আমি আইনের আশ্রয় নিতে বাধ্য হবো ।
সেই সাথে উক্ত প্রকাশিত মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও জোড় প্রতিবাদ জানাচ্ছি, নিবেদক :ইমরান হোসেন তালহা, জেলা প্রতিনিধি দৈনিক যুগের কণ্ঠস্বর।
মন্তব্য