গাবতলী ইসদাইর এলাকার মৌ ইসলাম বলেছেন, গত ২৭মে নাসির ভাইকে জড়িয়ে একটি দৈনিকে টুকাই নাসির এর ব্যাপক চাঁদাবাজি ও আরেকটি দৈনিকে বেপরোয়া টোকাই নাসিরের চাঁদাবাজি প্রকাশিত সংবাদটিতে , আমার দৃষ্টিগোচর হয়েছে। উল্লেখিত সংবাদের শিরোনামসহ ও বিষয়বস্তুতে নাসির ভাইকে জড়িয়ে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মনগড়া। একটি কুচুক্তি মহল আমার নাম দিয়ে মিথ্যে ও বানোয়াটভাবে নাসির ভাইয়ের নামে সাংবাদিকদের ভুল তথ্য দিয়েছে। আমাদের বাড়ি নির্মাণের কোন বিষয়ে আমরা কাউকে কোন অভিযোগও দেয়নি।
প্রকৃত সত্য সে কোনদিন আমার কাছে বা এলাকার কারো কাছে চাঁদা দাবি করিনি বা তার সাথে আমার কোন তর্ক-বিতর্ক হয়নি। সে এলাকাবাসীর বিপদে আপদে সর্বোচ্চ চেষ্টা করে এগিয়ে আসে। আমি সাংবাদিকদের মাধ্যমে এ কথা জানাতে চাই এই সংবাদের কারণে আমিসহ এলাকার সবাই অনেক দু:খ প্রকাশ করেছে।
এ বিষয়ে মো. নাসির উদ্দিন জানান, আমার এলাকায় কারো সাথে তর্ক বিতর্ক হয়নি। যে নিউজটি করেছেন তারা কি কারণে করলো তারাই ভালো জানেন। তথ্য প্রমান ছাড়া তাও এমন অশালীন ভাষা এমন স্বনামধন্য পত্রিকায় আসলো, যা খুবই দু:খ জনক। আমি মনে করি কেউ এসব করিয়েছে। তা না হলে আমাকে তো একটাবার জিজ্ঞাসাও করতে পারতো। যা ইচ্ছে হলো লিখা দেয়ার তো মানে হয় না। তাই সাংবাদিক ভাইদের আমি অনুরোধ করছি সংবাদ করার পূর্বে সংবাদের সত্যতা সঠিক তথ্য যাচাই করে প্রকাশ করবেন। সেই সাথে উক্ত প্রকাশিত মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও জোড় প্রতিবাদ জানাচ্ছি।
মন্তব্য