আজ মঙ্গলবার (৩০ মে) বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) অডিটরিয়ামে তৃতীয়বারের মতো আয়োজিত হয় সফল উদ্যোক্তা নিয়ে অন্ট্রোপ্রেনিউরিয়াল টক (Entrepreneurial Talk)।
এবারের আয়োজনটিতে প্রধান অতিথি ছিলেন ইন্সটিটিউশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্ট (আইটিইটি)-এর সভাপতি ও হ্যামস (HAMS) গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো. শফিকুর রাহমান। পাশাপাশি সঞ্চালনায় ছিলেন বিশ্ববিদ্যালয়ের ডাইজ অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ আব্বাস উদ্দীন শায়ক।
ইঞ্জিনিয়ার মো. শফিকুর রাহমান বক্তৃতায় তাঁর বিশ্ববিদ্যালয় চলাকালীন সময়ের স্মৃতি, কো-কারিকুলার অ্যাক্টিভিটিতে অংশগ্রহণ, গ্র্যাজুয়েশন সম্পন্ন করার আগে চাকরিতে প্রবেশের বিষয়াবলি নিয়ে আলোচনা করেন। তিনি চাকরি ছেড়ে স্ক্রিন প্রিন্টিংয়ের মাধ্যমে উদ্যোক্তা হিসেবে যাত্রা শুরু, হামস গ্রুপের প্রতিষ্ঠা ও উত্থান, ওয়াশিং প্লান্ট, ডায়িং এবং নিটিং সেক্টর স্থাপন ও হ্যামস গ্রুপের সামনের প্রজেক্ট নিয়ে কথা বলেন। তাছাড়া তিনি যারা উদ্যোক্তা হতে চায় তাদের উৎসাহ দেন। তাছাড়া চাকরিতে ভালো করা যায় তা নিয়ে আলোকপাত করেন।
উল্লেখ্য, বুটেক্স বিজনেস ক্লাব নিয়মিত প্রফেশনাল টক, এন্টারপ্রেইনার টক, টেক্সবিজ, টেক্সপ্রেস-এর পাশাপাশি স্কিল ডেভেলপমেন্ট নিয়ে অনলাইন ও অফলাইনে বিভিন্ন সেশনের আয়োজন করে।
মন্তব্য