রুমান শাহরিয়ার, জামালপুর জেলা প্রতিনিধিঃ-
জামালপুরের সরিষাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলন প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। এসময় ২০০ ফুট পাইপসহ বালু জব্দ করা হয়েছে।
মঙ্গলবার(৩০ মে) দুপুরে উপজেলার ভাটারা ইউনিয়নের ফুলবাড়ীয়া এলাকায় মহাসড়কের পার্শে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন সরিষাবাড়ী উপজেলা ভুমি কার্যালয়ের সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহ. সাদ্দাম হোসেন ।
এ সময় সময় সরিষাবাড়ী থানা পুলিশের একটি বিশেষ টিম ঘটনাস্থলে উপস্থিত ছিল।
এবিষয়ে সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহ. সাদ্দাম হোসেন থানা পুলিশকে ধন্যবাদ জানিয়ে বলেন, ভাটারা-ফুলবাড়িয়া মহাসড়কের পাশে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনার সময় ২০০ফুট পাইপসহ বালু জব্দ করা হয়েছে।এর আগেও বেশ কয়েকবার এস্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। উৎস অত্যন্ত দুর্গম এলাকায় হওয়ায় একদল বালু খেকোরা সুবিধা ভোগ করতো।
তিনি আরও জানান,মোবাইল কোর্টের এ ধারা অব্যহত থাকবে।
মন্তব্য