বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
 

ঠাকুরগাঁওয়ে বিদ্যুতপৃস্ট হয়ে এক নারীর মার্মান্তিক মৃত্যু হয়েছে

মাহবুবুর রহমান জিসান
প্রকাশ: ৩১ মে ২০২৩

---

মোঃ মিনহাজ আলম, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে বিদ্যুতপৃস্ট হয়ে গোলাপী আক্তার (৪০) নামে এক নারীর মার্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের মাদারগঞ্জ গ্রামে এ দূর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ইউনিয়নের কচুবাড়ি বোর্ড অফিস এলাকার সেলিম রেজা নামে একটি জুট মিলে কাজ করতো গোলাপী আক্তার। কাজ শেষ করে গোলাপী ও আয়শা আক্তার (৪৫) সহ দুজনই ফিরছিল।

আগে থেকেই পল্লীবিদুতের ১১ হাজার ভোল্টেজ যুক্ত লাইনের তার ছিড়ে মাটিতে পরেছিল । আর সেই তার ডিঙ্গিয়ে যাওয়ার সময় গোলাপী আক্তার বিদ্যুতপৃস্ট হয়ে সঙ্গে সঙ্গে তার মাথা শরীর থেকে আলাদা হয়ে যায়। পুরে যায় শরীরের বেশকিছু অংশ। ঘটনাস্থলেই মারা যায় সে। আহত হয় তার সঙ্গে থাকা আয়শা আক্তার।

পরবর্তিতে স্থানীয়রা আহত আয়শাকে উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করে।
পরে দূর্ঘনার খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।

স্থানীয়দের অভিযোগ বছরের পর বছর পিলারে তার সংযুক্ত করে বিদ্যুত সংযোগে ব্যবহার করা হলেও সংশ্লিস্ট দপ্তরের লোকজন দেখভাল করেন না।
কয়েকদিন আগে থেকে খুটি থেকে তার মাটিতে পরে থাকা অবস্থায় বিদ্যুত সঞ্চালন ছিল। আর কর্তৃপক্ষের গাফিলতির কারনেই প্রাণ গেছে ওই নারীর।

এ বিষয়ে সদর থানার ওসি ফিরোজ কবির ঘটনার সত্যতা স্বীকার করে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নিবেন বলে আশস্ত করেন।
তবে দূর্ঘটনার পর পল্লীবিদ্যুতের কোন লোকজন তাৎক্ষনিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেনি।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon