পাথরঘাটা(বরগুনা)প্রতিনিধি, বরগুনার পাথরঘাটায় মুখডাল তুলতে ক্ষেতে গিয়ে তাফালবাড়ি গ্রামে বজ্রপাতে মৃত্যু হয় খলিল মৃধা নামের এক কৃষকের। গত একমাস অতিবাহিত হলেও জমি নিয়ে বিরোধের জের ধরে এখন খলিলের মৃত্যু রুপ নিয়েছে হত্যা মামলায়। গত মঙ্গলবার (৩০/০৫/৩০২৩) খলিলের ছেলে ফিরোজ মৃধা বাদী হয়ে পিতা হত্যার অভিযোগ এনে বরগুনা জেলা পুলিশ সুপারের কাছে ৭ জনকে আসামী করে একটি অভিযোগপত্র দায়ের করেছেন। বিষয়টি তদন্তের জন্য পাথরঘাটা থানার ওসিকে দায়ীত্ব দেয়া হয়েছে।
প্রত্যাক্ষদর্শী খলিল মৃধার ভাই আঃ রহিম জানান, গত ২৯ এপ্রিল বেলা একটার দিকে খলিলসহ তার ছেলে ও আমি বাড়ির কাছে খোলা মাঠে ক্ষেতের (কোলা) মধ্যে পাকা মুখডাল তুলতেছিলাম হঠাত করে আকাশে মেঘ জমে বজ্রপাত শুরু হয়। এসময় আমি ডালে বস্তা নিয়ে বাড়ির দিকে দৌড়ে যাচ্ছিলাম হঠাৎ করে একটি বজ্রপাত খলিলে শরীরের ওপর আঘাত করলে ঘটনাস্থলে খলিল মারা যায়। এসময় সাথে থাকা তার ছেলে ফিরোজ মৃধা কিছু দুর থেকে দৌড়ে গিয়ে বাবাকে কোলে তুলে ডাকচিৎকার করলে গ্রামের লোকজন এসে খলিলকে উদ্ধার করে তার বাড়িতে নিয়ে যায়। বজ্রপাতে খলিলের শরীরের অনেকাংশ পুরে গেছে বলে তিনি জানান। ঘটনাটি গ্রামের অনেক মানুষ প্রত্যাক্ষ করেছেন।
সংশ্লিষ্ঠ্য ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আবদুর রহমান জানান, বজ্রপাতে খলিল মারা যাওয়ার সাথে সাথেই তার ছেলের ডাকচিৎকার শুনে বিলের মধ্যে ডাল তুলতে আসা অনেক কৃষক দৌড়ে গিয়ে তাকে (খলিল) উদ্ধার করে বড়ি নিয়ে যায়। খলিল বজ্রপাতে মারা গেছে তা অনেক কৃষকই সরাসরি দেখেছেন। এখন মৃধা বংশের মধ্যে অনেকের সাথে খলিলের জমি নিয়ে বিরোধ একারণে তার ছেলেরা অনেকের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করা ছাড়া আর কিছু নয় বলে তিনি জানান।
যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের মধ্যে আলী হোসেন মৃধা নামের একজনে জানান, খলিল আমার চাচাতো ভাই। জমি নিয়ে তার সাথে আমাদের দীর্ঘ দিন ধরে মামলা চলছে। আদালত যা রায় দেবে সকলেই তা মানতে বাদ্ধ। এখন এলাকার কিছু দুষ্ট লোকের বুদ্ধিতে খলিলের ছেলেরা আমাদের নামে একটি মিথ্যা মামলা দিয়ে হয়রানী কছে।
মৃত্যু খলিলের ছেলে ফিরোজ মিয়া জানান, এবিষয় বাবার হত্যার বিচার চেয়ে আমি বরগুনা জেলা পুলিশ সুপারের কাছে একটি দরখস্ত করেছি। এ ব্যাপারে কোন সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি নয় বলে তিনি জানান।
পাথরঘাটা থানার ওসি মোঃ শাহআলম হাওলাদার জানান, বিষয়য়টি আমি তদন্ত করেছি। এলাকার প্রত্যক্ষ লোকজন এবং তার স্বজনরা সাক্ষি দিয়েছে খলিল বজ্রপাতে মারা গেছে। এ ব্যাপারে পুলিশ সুপারের কাছে সত্য রিপোর্ট পেশ করা হবে বলে তিনি জানান।
মন্তব্য