বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
 

অ্যাসাইনমেন্ট হিসেবে বৃক্ষরোপণ করলেন শিক্ষার্থীরা

JK0007
প্রকাশ: ৯ জুন ২০২৩

--- আবু ইসহাক অনিক অ্যাসাইনমেন্ট নামক ধারণার সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা পরিচিত। একাডেমিক বিষয়াদি নিয়েই সাধারণত বিশ্ববিদ্যালয়ের অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হয়। শিক্ষার্থীরা তাই বইয়ে মুখ গুঁজে পড়তে থাকে, এরপর লিখতে বসে। কিন্তু, এবার শিক্ষার্থীদের ভিন্নধর্মী অ্যাসাইনমেন্ট করতে দিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষক তারিফুল ইসলাম। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের এই সহকারী অধ্যাপক একটি কোর্সের অ্যাসাইনমেন্ট হিসেবে শিক্ষার্থীদের গাছ লাগাতে বলেছেন। সোমবার (৫ জুন) বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপণে দর্শন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট হিসেবে গাছ লাগাতে দেখা যায়। জানা যায়, বিভাগটির ২০১৯-২০ শিক্ষাবর্ষের ‘সমাজবিজ্ঞান ও নৃবিজ্ঞান’ কোর্সের অ্যাসাইনমেন্ট হিসেবে শিক্ষার্থীদের ৩০টি গাছ লাগাতে বলেছেন ঐ শিক্ষক। গাছ লাগালে দেওয়া হবে নম্বর। অ্যাসাইনমেন্ট হিসেবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় ৩০টি ভেষজ, ফলজ ও বনজ চারা রোপণ করেন বিভাগটির শিক্ষার্থীরা। পরে তারা সেগুলো খুঁটি ও বেড়া দিয়ে বেধে দেন। বৃক্ষরোপণ শেষে বিভাগের শিক্ষার্থী আতিয়া শারমিলা আঁখি বলেন, ‘পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের গুরুত্ব অপরিসীম। বর্তমান সময়ে যে হারে বৃক্ষ নিধন করা হচ্ছে সেই অনুপাতে বৃক্ষ রোপণ করা হচ্ছে না। স্যার আমাদের একটি কোর্সের অ্যাসাইনমেন্ট হিসেবে গাছ লাগাতে দিয়েছেন। পরিবেশ রক্ষার এই কার্যক্রমটি করতে পেরে আমরা খুবই আনন্দিত।’ শিক্ষক তারিফুল ইসলাম বলেন, ‘পরিবেশগত সুরক্ষা এবং পুষ্টির চাহিদা পূরণে বৃক্ষ তথা ফলদ বৃক্ষের কোনো বিকল্প নেই। বর্তমান সময়ে দেশে পর্যাপ্ত বনভূমির অভাবে তীব্র দাবদাহে আমরা সবাই অতিষ্ঠ হয়ে যাচ্ছি। এই পরিস্থিতি মোকাবিলায় আমাদেরই স্ব-উদ্যোগে পর্যাপ্ত বৃক্ষ রোপণে এগিয়ে আসতে হবে। এই উদ্যোগ বাস্তবায়নে বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের প্রত্যেককে ১টি করে ফলদ বৃক্ষ রোপণ এবং বৃক্ষগুলোর সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার নির্দেশনা দেওয়া হয়। শিক্ষার্থীরাও এই প্রস্তাবে আগ্রহ প্রকাশ করেছে। ধারাবাহিকভাবে দর্শন বিভাগের অন্যান্য ব্যাচগুলোও একটি কোর্সের অ্যাসাইনমেন্ট হিসেবে আসন্ন বর্ষায় বিভিন্ন ধরনের ফলদ বৃক্ষ রোপণ করবে।’ তিনি আরো বলেন ‘এ প্রসঙ্গে একটি তথ্য দিয়ে রাখা ভালো যে, বিশ্বের বিভিন্ন দেশ- যেমন ফিলিপাইনে এলিমেন্টরি পরীক্ষা পাশের পর কলেজে ভর্তি হওয়ার আগে প্রত্যেক শিক্ষার্থীর অন্তত ১০টি করে গাছ লাগানো বাধ্যতামূলক। এমন গাছ লাগানোর উদ্যোগ অদ্ভুত মনে হতে পারে, তবে বর্তমান পরিস্থিতিতে এটির গুরুত্ব অপরিসীম।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon