বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
 

নারায়ণগঞ্জ ফতুল্লা কাশীপুরে আগুন লেগে একই পরিবারের ৫ জন দগ্ধ

JK0007
প্রকাশ: ৯ জুন ২০২৩

—শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি   ইনস্টিটিউট


ইমরান হোসেন তালহা

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি।



নারায়ণগঞ্জের ফতুল্লার কাশীপুর খিল মার্কেট একটি বাসায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।


শুক্রবার (৯ জুন) ভোরে ফতুল্লার কাশীপুর খিল মার্কেট এলাকায় এ আগুন লাগে। দগ্ধরা হলেন- আব্দুস সালাম মণ্ডল (৫০), বুলবুলি (৪০), সোনিয়া আক্তার (২৭), পুতুল (২৫) ও মেহেজাবিন (৭)।


তাদের হাসপাতালে নিয়ে আসা কাজী সোহাগ জানান, তাদের বাসা ফতুল্লার কাশীপুর খিল মার্কেট এলাকায়। রাতে সবাই  বাসায় ঘুমিয়ে ছিলেন।


ভোরে হঠাৎ আগুন আগুন বলে চিৎকার শুনে আমরা আশপাশের লোকজন ছুটে আসি। পরে বাসার সবার শরীরে আগুন পুড়ে যাওয়া দেখে। তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে তাদের হাসপাতালে নিয়ে যাই।

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে ঘরে আগুন ধরে যায়। এ সময় সবাই ঘুমন্ত অবস্থায় ছিলেন।

বার্ন ইনস্টিটিউটের দায়িত্বরত কয়েক জন চিকিৎসকরা জানান,  নারায়ণগঞ্জ ফতুল্লা কাশীপুর থেকে নারী ও শিশুসহ পাঁচজন আগুনে দগ্ধ হয়ে  হাসপাতালে এসেছে। এদের মধ্যে সালামের ২৫ শতাংশ, বুলবুলির ২০, সোনিয়ার ৪০, পুতুলের ২০ ও মেহেজাবিনের ২২ শতাংশ দগ্ধ হয়েছে।  সবার অবস্থা গুরুতর।—শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি   ইনস্টিটিউট

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon