শনিবার, ১১ জানুয়ারী ২০২৫
 

মাদারীপুরে সোহেল হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত দুইভাইকে গ্রেফতার

JK0007
প্রকাশ: ৯ জুন ২০২৩

---

কাজী নাফিস ফুয়াদ মাদারিপুর প্রতিনিধিঃ

মাদারীপুরে চাঞ্চল্যকর সোহেল মল্লিক হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত ৯ বছর পলাতক দুইভাইকে নারায়ণগঞ্জে থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৮। বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ থানাধীন সাহেবপাড়া এলাকা থেকে মিজানুর রহমান (৪২) ও শাহীন হাওলাদারকে (৩৮) গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দন্ডপ্রাপ্তরা মাদারীপুরের শিবচরের জাদুয়ারচর এলাকার মৃত আব্দুল গফুর হাওলাদারের ছেলে। এ নিয়ে দন্ডপ্রাপ্ত তিনজনকে গ্রেফতার করে র‌্যাব। এছাড়া মৃত আব্দুল গফুর হাওলাদারের ছেলে খালেক হাওলাদার (৩৫) এখনো পলাতক।

বৃহস্পতিবার বিকেলে র‌্যাব-০৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মুহতাসিম রসুল এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানান, সম্পত্তি নিয়ে দ্ব›েদ্বর জেরে ২০১৩ সালের ৮ই আগস্ট মাদারীপুরের শিবচর উপজেলার জাদুয়ারচরের সিদ্দিক মলি­কের ছেলে সোহেল মলি­ককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় অপরাধীরা। এই ঘটনার পরদিন নিহতের পিতা ছিদ্দিক মলি­ক (৬৫) বাদী হয়ে শিবচর থানায় ৪জনের নাম উলে­খসহ অজ্ঞাত বেশ কয়েকজনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে ২০১৮ সালের ১৪ই মে মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরিফ উদ্দিন আহম্মদ ৪ জনকে মৃত্যুদন্ড দেন। মামলায় গ্রেফতারের পর জামিন নিয়ে ৯ বছর পলাতক ছিল আসামীরা। পরে র‌্যাবের বিশেষ অভিযানে গ্রেফতার করা হয় মিজানুর রহমান ও শাহীন হাওলাদারকে। দন্ডপ্রাপ্ত আসামীদের আইনী প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানার মাধ্যমে আদালতে পাঠানো হয়। এর আগে গত ১৪ মে মামলার অপর আসামী বেলায়েত খাঁয়ের ছেলে আলআমিন খাঁ’কে (২৭) রাজধানী ঢাকার যাত্রবাড়ি থেকে গ্রেফতার করে র‌্যাব। এখনো পলাতক রয়েছে মৃত্যুদন্ডপ্রাপ্ত খালেক হাওলাদার।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon