রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
 

বিশ্ব পরিবেশ দিবসে বির্তকের আয়োজক নজরুল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি

JK0007
প্রকাশ: ৯ জুন ২০২৩

---

আবু ইসহাক অনিক


জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বিশ্ব পরিবেশ দিবস বিতর্ক প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (৮ই জুন) বিশ্বিদ্যালয়ের লাইব্রেরির ৩য় তলায় ‘বিশ্ব পরিবেশ দিবস’ উপলক্ষে বৃহত্তর ময়মনসিংহ বিভাগের অনার্স পড়ুয়া শিক্ষার্থীদের নিয়ে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর, মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজিব সরকার, সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মানসিংহের পরিবেশ অধিদপ্তরের ডিরেক্টর দিলরুবা আহমেদ।


জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সার্বিক আয়োজনে এবং ময়মনসিংহ বিভাগের পরিবেশ অধিদপ্তরের প্রযোজনায় ও অর্থায়নে  বাংলাদেশ কৃষি বিশ্বিদ্যালয়, ময়মনসিংহ মেডিকেল কলেজ, আনন্দমোহন কলেজ, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, বি এন ডি পি কিশোরগঞ্জ সহ ময়মসিংহ বিভাগের বিভিন্ন কলেজের বিতার্কিকগণ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।


সংগঠনটির সাধারণ সম্পাদক রুমন হাসান বলেন, “আমাদের মূল উদ্দেশ্য নজরুল বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটিকে সারাদেশে পরিচয় করিয়ে দেওয়া এবং তারই সাথে পরিবেশ রক্ষায় জনসাধারণের মনে সচেতনতা বৃদ্ধি করা।”


তিনি আরও বলেন, “পরিবেশ রক্ষায় আমরা বিভিন্ন কার্যাবলী হাতে নিয়েছি। তার মধ্যে অন্যতম হলো বৃক্ষরোপণ করা।”


উল্লেখ্য, আয়োজনটির মূল লক্ষ্য ছিল পরিবেশ বিপর্যয় নেতিবাচক প্রভাব এবং এ সমস্যা থেকে উত্তরণের উপায় নিয়ে বিস্তর আলোচনা যা পরিবেশ বিষয়ে সাধারণ মানুষের মাঝে গণসচেতনতা বৃদ্ধি করবে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon